Newtown Student Death : ‘কোচিং এ যাচ্ছি…রাতে কথা বলব’, শেষ ফোন সাজিদের! ছেলের খুনে বাক্যহারা বাবা-মা – parents mourns for their son neet student sajid hossain found dead at newtown rent house


‘মা, কোচিং এ যাচ্ছি। এসে তোমার সঙ্গে কথা বলব।’ ছেলের গলার আওয়াজ শেষবারের মতো শুনতে পেয়েছিলেন সামিনা খাতুন। তখনও ভাবেননি, দুদিন বাদেই ছেলের মৃত্যুর খবর শুনতে হবে তাঁকে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সাজিদ। শিক্ষক বাবা-মায়ের স্বপ্ন পূরণের দায়িত্ব তুলে নিয়েছিল কাঁধে। ছেলের খুন হয়ে যাওয়ার ঘটনায় বাক্যহারা বাবা-মা।

Newtown Murder: নিউটাউনে রেস্তরাঁ মালিকের খাটের নীচের সুটকেস থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ, মুক্তিপণই কি খুনের কারণ? তদন্তে পুলিশ
পরিবার সূত্রে কী খবর?

ছোট থেকে খুব ভালো মেধাবী ছাত্র ছিল সাজিদ। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কলকাতার নিউ টাউনে মেসে থাকতো সাজিদ। সেখানেই ডাক্তারি পরীক্ষায় বসার জন্য কোচিং নিচ্ছিল। নিট পরীক্ষায় বসতো এইবার। ৪-৫ দিন হল মালদার বাড়ি থেকে সে কলকাতা গিয়েছিল। দুই-তিন দিন আগে সকালবেলা মায়ের সঙ্গে কথা হয়েছিল টেলিফোনে। ফোন সাজিদ বলেছিল, ‘মা আমি কোচিং নিতে যাচ্ছি। কোচিন করে এসে তারপর রাতে তোমার সঙ্গে কথা বলব।’ এটাই শেষ কথা ছিল মায়ের সঙ্গে তার।

Malda News : পলাতক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
শিক্ষক পরিবার সাজিদের

বাবা মুক্তার হোসেন বিননগর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। চাকরি করতেন মা সামিনা খাতুন, তিনিও শিক্ষিকা। তাঁদের এক ছেলে এক মেয়ে। ছেলেই বড় ছিল। বাড়ি কালিয়াচক থানার ১৬ মাইল এলাকায়। বৃহস্পতিবার রাতে অচেনা নাম্বার থেকে সাজিদ হোসেনের বাবা মুক্তার হোসেন ফোন করা হয়। ৩০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারপরে আজকের সকালের এই ঘটনা।

Malda Flood : টানা বৃষ্টিতে ভাসছে ইংরেজবাজার, জলমগ্ন স্কুল-হাসপাতাল! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
নিউটাউনে পড়ুয়া খুন

অপহরণ করে মুক্তিপণ না পেয়ে খুন করা হয়েছে সাজিদকে? অনুমান পুলিশের। নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে গৌতম নামের এক যুবকের ভাড়া বাড়ি থেকে হাত-পা বাঁধা মুখে সেলুটেপ সাঁটানো অবস্থায় একটি সুটকেশ-এর মধ্যে খাটের নিচ থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। গত চার তারিখ থেকে নিখোঁজ ছিল যুবক। গৌতম সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নিউটাউন থানার পুলিশ।

‘সন্ধান চাই’ পোস্টার নিয়ে ৩দিন ধরে ঘুরছে রোহিতের পরিবার!


পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, গত চার তারিখ থেকে মিসিং ছিল সাজিদ হোসেন নামের ওই পড়ুয়া। পড়ুয়া মালদার কালিয়াচকের বাসিন্দা। ৫ তারিখ নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপর বিকেলে মোবাইলে একটি ছবি পাঠানো হয়। যেখানে মুখে সেলুটেপ লাগানো অবস্থায় ছিল সাজিদ। সেই সময় মুক্তিপণ এর জন্য ৩০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়। সেই ছবি কিছুক্ষণ পর ডিলিট করেও দেওয়া হয়। আজ, শুক্রবার ভোররাতে ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়।

সব খবর দ্রুত পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *