Puja Tour Plan : হোটেল থেকে গাড়ি-সব বুকড, পুজোয় কি যাওয়া যাবে পাহাড়ে? প্রশ্ন পর্যটকদের – sikkim flood can affect durga puja tour plan west bengali tourists are worried


এই সময়: প্রাণহানি, দুর্ভোগ, যোগাযোগ-বিচ্ছিন্নতা ছিলই। সিকিমে দুর্যোগের ২৪ ঘণ্টা না পেরোতে এ বার যে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, সেটা পর্যটন ঘিরে। এ নিয়ে আতঙ্ক-আশঙ্কা আরও বেশি করে মাথা চাড়া দিচ্ছে কারণ পুজোর আর হাতে গোনা ক’টা দিন। পর্যটকদের অনেকেরই সিকিমের টিকিট কাটা। হোটেল থেকে গাড়ি— সব বুকড। এই অবস্থায় তাঁদের প্রশ্ন বিস্তর। পুজোর আগে ভেঙে যাওয়া রাস্তা সারিয়ে যোগাযোগ ফেরানো যাবে তো? আবার এমন বিপর্যয় আসবে না তো?

এ সবের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় হড়পা বানে ভেঙে পড়েছে আরও একটি লেক। উত্তর সিকিমের থাঙ্গু-র শাকো-চো লেকের জলস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে খবর। এ দিন সন্ধ্যায় নতুন করে তিস্তার জল বাড়তে শুরু করে। সে কারণে কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে উদ্বেগ বেড়েছে।

Sikkim Flood News : বাংলার পর্যটকদের ফেরাতে তৎপরতা নবান্নের
তবে ট্যুর অপারেটরদের আশা, পুজোর আগে যে ভাবেই হোক যোগাযোগ ব্যবস্থা তৈরি করে ফেলা যাবে। ফের এমন ঘটনা ঘটবে কি না, তার গ্যারান্টি অবশ্য নেই। দুর্ঘটনার জেরে সিকিমের পাশাপাশি গোটা পাহাড়ের পর্যটনেই প্রভাব পড়ছে। ট্রাভেল এজেন্টদের কাছে ফোন করে কেউ বুকিং ক্যানসেল করতে চাইছেন, কেউ গন্তব্য বদলাতে আবেদন জানাচ্ছেন। তবে অনেকে আর কিছুদিন দেখেও নিতে আগ্রহী। বৃহস্পতিবারের আপডেট— রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে পুরোদমে।

সিকিমে বর্তমানে আটকে হাজার তিনেক পর্যটক। দুর্যোগের পর সেখানকার বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল পরিষেবা বিপর্যস্ত। ঘোর বিপাকে পর্যটকেরা। বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় বৃহস্পতিবার তাঁদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। এ দিন নিজেদের স্যাটেলাইট ফোন থেকে পর্যটকদের বাড়িতে যোগাযোগে সাহায্য করা হয়।

Sikkim Tour : ‘পুজোয় সিকিম যেতে পারব তো?’ সকাল থেকে বেজে চলছে টুর অপারেটরদের ফোন
সড়ক-পথে সিকিম বাকি দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে খাবারেও টান পড়ছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে চড়চড়িয়ে। পর্যটকদের অনেকেই ফেরার ট্রেন বা ফ্লাইটের টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। পাশে দাঁড়িয়েছেন সিকিমের কিছু হোটেল ব্যবসায়ী। যাঁদের পকেটে টান পড়েছে, তাঁদের বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে সিকিমে যাতায়াতের তিনটি রাস্তা রয়েছে। দু’টি কালিম্পং হয়ে, অন্যটি দার্জিলিং থেকে জোড়থাং হয়ে। তবে এই রাস্তায় ছোট গাড়িই চলাচল করতে পারবে। সেটির অবস্থাও তেমন ভালো নয়। সে পথ দিয়ে ফেরার জন্য দ্বিগুণ ভাড়া হাঁকছেন অনেক চালক। পাশাপাশি কিছু চালক আবার পর্যটকদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছনোর আশ্বাসও দিয়েছেন।

Sikkim Airlift : দুর্যোগে আটকে হাজার হাজার পর্যটক, উদ্ধারে এয়ারলিফ্ট শুরু সিকিমে
সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই তৎপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্যের পূর্ত দফতর। বৃহস্পতিবার বিকেলে ১০ নম্বর জাতীয় সড়কে রম্ভি পর্যন্ত যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় এক দিকের লেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির প্রস্তুতি নিয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই পুরোদমে কাজ চালু হয়ে যাবে বলে খবর।

রাজ্য পূর্ত দফতর (সড়ক) থেকে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে বাংলার দিকে রাস্তার ক্ষয়ক্ষতি নিয়ে অভিযোগ জানানো যাবে। যে কোনও রাস্তা দ্রুত সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পুজো-ভ্রমণ নিয়ে পর্যটকদের উদ্দেশে কী বলা হচ্ছে? সিকিম প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত পর্যটকেরা যেন সেখানে বেড়াতে না যান। ছাঙ্গু লেক এবং নাথু লা-র পারমিট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। তা হলে কি পুজোয় সিকিম ভ্রমণ পুরোপুরি অনিশ্চিত?

Sikkim Flash Flood Update: হড়পা বানে উধাও রাস্তা, ভেঙেছে সেতু! সিকিমের কোথায় কোথায় আটকে পর্যটকরা?
এখনই এতটা সরাসরি এ কথা বলা হচ্ছে না। ‘হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘পুজোর তো এখনও কিছুটা দেরি রয়েছে। সেনা থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ — সকলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। নতুন করে বিপর্যয় না হলে, যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। তবে পর্যটকদের অনেকেই ফোনে জানতে চাইছেন, সিকিমে যেতে পারবেন কি না। আমরা সকলকেই আরও কিছুদিন অপেক্ষা করতে বলছি।’

‘ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর সম্পাদক অমিতাভ সরকার বলেন, ‘পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তো কাজ করছেই। এমনকী, যাঁরা দার্জিলিং যাবেন, তাঁরাও উদ্বিগ্ন। যদিও এই সংখ্যাটা খুব বেশি নয়। কেউ কেউ ক্যানসেল করতে চাইলেও বেশিরভাগই কিছুদিন দেখে নিতে চাইছেন।’

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *