Purba Medinipur : বন্ধুর অপমানের বদলা নিতে গাড়ি চালককে খুনের চেষ্টা, ধৃত ৩ – egra police arrest 3 youth for attack a driver


এই সময়, এগরা: বন্ধুর অপমানের ‘বদলা’ নিতে গাড়িভাড়া নেওয়ার নাম করে চালককে ডেকে হামলা চালাল ৩ নাবালক। গুরুতর আহত অবস্থায় চালক পুরজ্ঞন গিরি (২৯)কে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আক্রান্ত ও হামলাকারীরা পূর্ব পরিচিত। পুরোনো গোলমালের জেরে তিন নাবালক ওই মারুতি চালককে এগরার ছত্রী এলাকায় ডেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায়।

বুধবার বিকেল আড়াইটে নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে মারুতি চালককে দিঘা- তাজপুর ভাড়ায় যাবেন কিনা জানতে চায় অভিযুক্তদের এক জন। যেতে রাজি জানালে, গাড়ি নিয়ে বড়নিহারিতে আসতে বলে তারা। সেখানে পৌঁছে কারও দেখা না পেয়ে ওই মোবাইল নম্বরে ফোন করেন চালক। তাঁকে আরও কিছুটা এগিয়ে ছত্রী বাঁধের কাছে আসতে বলা হয়।

Siliguri News : মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি ছেলের, ‘চরম সাজা’ দিল বাবা
সেখানে পৌঁছে গাড়িচালক ফের ফোন করলে তিন নাবালক পিছন থেকে তাঁর উপরে হামলা করে বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এক হামলাকারীকে স্থানীয়রা ধরে ফেলে। বাকি দু’জনকে ঘণ্টা দুই পরে ধানের জমি থেকে আটক করে পুলিশ।

Kolkata Accident News Today : ‘পারমিটহীন’ বাসের ধাক্কায় গড়িয়া মোড়ে ব্যক্তির মৃত্যু, পলাতক চালক ও খালাসি
আক্রান্ত চালকের আত্মীয় সন্তোষ গিরি বলেন, ‘দাদার মারুতি ভাড়া নেওয়ার নাম করে ডেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তিন নাবালক। দাদার মাথায় ২১টি স্টিচ পড়েছে।’ পুলিশ জানিয়েছে, ধৃত ৩ নাবালকের বয়স ১৬ থেকে ১৭-র মধ্যে। তাদের মধ্যে দু’জন একাদশ শ্রেণির ছাত্র। তিনজনের বাড়ি ছত্রী গ্রাম পঞ্চায়েত এলাকায় হওয়ায় সকলেই পূর্ব পরিচিত।

Barasat Incident : মাথায় স্ক্রু ড্রাইভার মেরে নৃশংসভাবে খুন, বারাসতের বৃদ্ধার খুনের নেপথ্যে কি শুধুই চুরি?
এগরা থানার আইসি স্বপন গোস্বামী বলেন, ‘ওদের এক বন্ধুর সঙ্গে মারুতি চালকের কিছুদিন আগে ঝামেলা হয়। সেই রাগে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে তিন জন। তদন্ত শুরু হয়েছে। তিন নাবালককে জুভেলাইন আদালতে তোলা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *