Siliguri News : ফেসবুক প্রেমিকের মোহে বুঁদ, স্বামী বাধা দিতে মারাত্মক কাণ্ড স্ত্রীয়ের! উত্তাল শিলিগুড়ি – siliguri man lost his life mysteriously police arrested his wife and her lover


বিবাহ বর্হিভূত সম্পর্ক মহিলার। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। সেই কারণে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। ব্যক্তির দেহ উদ্ধারের কয়েকদিন পর খুনের অভিযোগে গ্রেফতার হল মহিলা ও তাঁর প্রেমিকা। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করে নকশালবাড়ি থানার পুলিশ।

মঙ্গলবার শিলিগুড়ির মহকুমার নকশালবাড়ির বেলগাছি চাবাগান সংলগ্ন কদমা এলাকায় চেঙ্গা নদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম সাগর নাগাসিয়া। বিবস্ত্র অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। মৃতের শরীরে জামাকাপড় ছিলনা। শরীরে চোটের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।

Siliguri News : মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি ছেলের, ‘চরম সাজা’ দিল বাবা
যুবকের দেহ উদ্ধারের পর থেকে পরিবারের অভিযোগ ছিল তাঁকে খুন করা হয়েছে। তদন্তে নামে পুলিশ। এরপর মৃত সাগর নাগাসিয়ার স্ত্রী জয়ন্তী নাগাসিয়া ও তার প্রেমিক বিষ্ণু মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে বিষ্ণুর সঙ্গে জয়ন্তীর যোগাযোগ হয়। সোশ্যাল মিডিয়াতেই তাদের মধ্যে নিয়মতি কথা হতে শুরু করে। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমের দিকে গড়াতে থাকে। স্ত্রীয়ের পরকীয়ার ব্যাপারে জানতে পারে সাগর। স্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করতেই দম্পতির মধ্যে শুরু হয় ঝামেলার। তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত বলে পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে।

Malda News : অন্য যুবকের সঙ্গে ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল স্বামীর! ‘চরম’ সিদ্ধান্ত মালদার বধূর
পুলিশ সূত্রে খবর, সোমবার দম্পতির মধ্যে ব্যাপক ঝামেলা হয়। এরপর সাগর বাড়ি থেকে বেরিয়ে যান। তখন স্বামীকে খুনের ছক কষে স্ত্রী। প্রেমিককে ডাকে জয়ন্তী। প্রেমিকের সাহায্যে পরিকল্পনা করে স্বামীকে খুন করে স্ত্রী জয়ন্তী। পুলিশের জেরার মুখে গোটা ঘটনার কথা স্বীকার করেছে মৃত যুবকের স্ত্রী। তদন্তকারী পুলিশ আধিকারিকদের সে জানিয়েছে, প্রেমিকের সাহায্য নদীতে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে এই স্বীকারোক্তিতে সন্তুষ্ট নন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত
মৃত সাগরের পরিবারে সদস্য বলেন, ‘স্বামী স্ত্রীয়ের মধ্যে কোনও বনিবনা ছিল না। ছোটো ছোটো কারণে দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। পরে আমরা জানতে পারি বিষ্ণু নামে এক যুবকের সঙ্গে জয়ন্তীর প্রেমের সম্পর্ক রয়েছে। সাগর একথা জানার পর দু’জনের মধ্যে অশান্তি আরও বাড়ে। কিন্তু সাগরকে যে এভাবে খুন করা হবে, আমরা ভাবিনি। দোষীদের শাস্তি চাই। পুলিশের কাছে আমাদের এটাই একমাত্র আবেদন।’

সব খবর সবার আগে জানুন এই সময় ডিজিটালে। রইল লিঙ্ক : whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *