Trinamool Congress : অনুব্রত ঘনিষ্ঠ TMC নেতার বউদি গ্রেফতার, ভাইপোকে খুঁজছে পুলিশ! বীরভূম তোলপাড় – birbhum trinamool congress leader sister in law arrested by west bengal police


বধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বউদি। গোরু পাচারকাণ্ডে তিহাড়ে জেলবন্দি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও বর্তমান ব্লক কোর কমিটির সদস্য ভোলানাথ মিত্রের বউদি ও ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ফের বীরভূম জেলাজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি পদে ছিলেন ভোলানাথ। পরবর্তীকালে দুবরাজপুর ব্লকে ১৫ জনের কোর কমিটি তৈরি করে দেওয়া হয়। দলের তরফে ভোলানাথকে সেই কমিটির সদস্য করা হয়। অনুব্রতর গ্রেফতারির পর থেকে ভোলানাথের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তারপরেই তাকে ব্লক সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই ভোলানাথ ঠাঁই পান কোর কমিটিতে। এবার সেই ভোলানাথ মিত্রের ভাইপো ও বউদিকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করল সদাইপুর থানার পুলিশ।

Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত
স্থানীয় সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। ঝাড়খণ্ডের শিউলি মিত্রের সঙ্গে বিয়ে হয় বীরভূমের চিনপাই গ্রামের বাসিন্দা অনিমেশ মিত্রর। সে সম্পর্কে তৃণমূল নেতা ভোলানাথের দাদার ছেলে। এরপর বধূ নির্যাতনের অভিযোগ তুলে ২০১৩ সালে রাজমহল(ঝাড়খণ্ড) আদালতে মামলা শুরু হয়। ২০১৭ সালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ভোলা মিত্রের দাদার ছেলে অনিমেশ ও তাঁর মা ভারতীর নামে পরোয়ানা জারি হয়।

Donald Trump : প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা! ক্যাপিটল হিল হিংসা প্রসঙ্গে হাওয়া গরম ট্রাম্পের
পরোয়ানা জারি হওয়ার পর থেকে এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। স্থানীয়েদর অভিযোগ, ভোলনাথের প্রভাব-প্রতিপত্তির কারণে এতদিন তাঁর পরিবারে সদস্যদের গ্রেফতার করেনি পুলিশ। আজ সকালে ভারতী মিত্রকে তার বাড়ি থেকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। যদিও তৃণমূল নেতার দাবি, তাই ভাইপো ও বউদির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা বলেন, ‘ব্লক সভাপতি ছিলাম বলে এটা গ্রেফতার করা হয়নি, এটা বাজে কথা। কিন্তু আমরা একসঙ্গে থাকি না। ভাইপো বা বউদি কেউ এখানে ছিল না, সেই কারণেই পুলিশ তাদের ধরতে পারেনি। আজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়ছে। আইন নিজের পথে চলবে। তবে বধূ নির্যাতনের মামলা যে সত্যি নয়, তা আদালতেই প্রমাণিত হবে। এমন অভিযোগের কোনও ভিত্তি নেই।’

Child Trafficking In West Bengal: ২০ হাজারে কিনে ৭৫ হাজার টাকায় হাত বদল! বোলপুরে ফাঁস বড়সড় শিশু পাচার চক্র
উল্লেখ্য, গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর অনুব্রত মণ্ডল এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। গ্রেফতারি মুখে পড়েছেন তাঁর কন্যা সুকন্যাও। একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও এখনও অবধি কোনও লাভ হয়নি। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।

সব খবর জানুন এই সময় ডিজিটালে। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *