Abhishek Banerjee Sukanta Majumdar : বকেয়া আদায়ে এবার ‘সুকান্তকে বলো’! BJP নেতার ফোন নম্বর শেয়ার করে বড় ঘোষণা অভিষেকের – abhishek banerjee ask people to call sukanta majumdar to get back money from central government


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি জানিয়েছিলেন, তিনি তৃণমূলের সঙ্গে কলকাতায় বসতে রাজি। রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে হুংকার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমার তারিখ ধরে ধরে ভবিষ্যদ্বাণী করার কোনও অভ্যাস নেই। কিন্তু, আমি যা বলি তা মোটামুটি মেলে। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করতে দিয়েছিলেন, মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছিলেন। আজ তাঁকে বাংলায় এসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। এটা বাংলার মানুষের বিরাট জয়।”

Abhishek Banerjee : রাজভবনের সামনে লাগাতার ধর্নায় ডাক অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বলেছিলাম রাজভবনে যদি তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই। এই নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের যেতে হবে। অর্থাৎ BJP-র পার্টি অফিসে প্রতিনিধিদের যেতে হবে। এই জমিদারি প্রথার বিরুদ্ধে আমাদের লড়াই। এই নিয়ে আমি বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি।”

এদিন একটি রেকর্ডিং শোনান অভিষেক বন্দ্য়োপাধ্যায়। যেখানে সুকান্ত মজুমদারের গলা শোনা যাচ্ছে। এই অডিয়োতে তিনি বলছেন, “ওঁকে কিছু করতে হবে না। ২০০০ কোটি টাকা পড়ে রয়েছে। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে টাকা চলে আসবে।”

Trinamool Congress : সবর হোন বোস, আজ রাজভবনে তৃণমূল
এরপরেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদারের নম্বর শেয়ার করার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০ লাখ মানুষের টাকা আটকে রয়েছে। সকলেই সুকান্ত মজুমদারকে ফোন করুন। তবে কোনও অপশব্দ বা কুকথা বলবেন না। ভদ্রভাবে বলবেন, আপনার এত ক্ষমতা জানতাম না। দীর্ঘদিন ধরে বেতন পাইনি। আমাদের টাকা দিন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি একজন সাংসদ। মানুষের তাঁর নম্বর জানার অধিকার রয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যদি রাজভবনে তিনি বসতে চান সেক্ষেত্রে রাজি তাঁরা।

TMC Protest Jantar Mantar : ‘২ মাসের মধ্যে নিজেদের বেতন দিয়ে বকেয়া মেটাব, জব কার্ড হোল্ডারদের প্রতিশ্রুতি অভিষেকের
তাঁর মন্তব্য়, ” ৯৬ ঘণ্টার মধ্যে এসে বাংলায় মাথা নত করতে হল। বাংলা কারও কাছে মাথা নত করে না। আজ নিরঞ্জন জ্যোতি এসেছেন, কাল গিরিরাজ সিং আসবেন, এরপর মানুষের টাকাও আসবে।” এদিনের মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের দুটি নম্বর শেয়ার করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে কথোপকথন রেকর্ড করে শেয়ার করার পরামর্শও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের সব খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক:
https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *