Alipurduar News Today : আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলার তদন্তে CBI হানা, একযোগে ৩ জায়গায় অভিযান – today cbi raid is going on alipurduar co operative scam case


আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতির তদন্ত করছে সিবিআই। শনিবার সেই মামলার তদন্তে আলিপুরদুয়ার সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিপণা চৌধুরীর বাড়িতে পৌঁছলেন সিবিআই-এর আধিকারিকরা। এদিন একসঙ্গে মোট ৩টি জায়গায় হানা দেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানা গিয়েছে, আলিপরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ডে সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী, ক্লার্ক পঙ্কজ গুহ আচার্য-সহ আরও এক কর্মীর বাড়িতে হানা হিয়েছে সিবিআই।

এর আগে, ২০২০ সালে বন্ধ হয়ে যায় ওই সমবায় সমিতিটি। সেই সময় সমিতির গ্রাহক সংখ্যা ছিল ২১ থেকে ২২ হাজার। সমিতির বিরুদ্ধে ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি গড়ায় আদালতে। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মামলায় সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দেয়। একইসঙ্গে সিআইডিকে দেওয়া হয় জরিমানার নির্দেশ। যার জেরে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। বিচারপতির সব্যসাচী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মামলায় ইডি-সিবিআই তদন্ত বহাল রাখলেও সিআইডিকে জরিমানার নির্দেশ খারিজ করল আদালত।

উলুবেড়িয়ায় বাম প্রার্থীকে কারচুপি করে ভোটে হারানো: হাইকোর্টে নতুন মামলা দায়ের
সূত্রের খবর তদন্তে সিবিআই জানতে পেরেছে, ২০০০ সাল থেকে সমবায় সমিতিটি কাজ শুরু করে। মূলত ওই সমিতিতে এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারই নিজেদের অর্থ সঞ্চয় করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ওই সমবায় সমিতিতে বাড়তে থাকে আমানতকারীর সংখ্যাও। কিন্তু ২০১৮-১৯ সাল নাগাদ এই সমবায় ঋণদান সমিতিতে চূড়ান্ত বেনিয়মের অভিযোগ ওঠে। দুর্নীতির মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে অভিযোগ।
Calcutta High Court Jalpaiguri Circuit Bench : সমবায় দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ ডিভিশন বেঞ্চে
প্রথমে সেই মামলার তদন্ত শুরু করে আলিপুরদুয়ার থানার পুলিশ। পরে মামলার দায়িত্বভার যায় সিআইডি-র হাতে। ৫ জনকে গ্রেফতারও করা হয়। ইতিমধ্যেই মামলাটি গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় ইডি ও সিবিআইকে তদন্তের নির্দেশ দেন। গত ২৪ অগাস্ট এই দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ ওঠে, সিআইডি মামলার কোনও তথ্যই ইডি বা সিবিআই-এর হাতে তুলে দেয়নি। বরং বিচারপতির সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্যের তদন্তকারী সংস্থ।

Justice Abhijit Ganguly : আলিপুরদুয়ারে মহিলা সমবায় সমিতিতে বড় দুর্নীতি, CBI-কে ‘পদক্ষেপ’-এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
যার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রীতিমতো ভর্ৎসনার সুরে বলেন, ‘গরিবের টাকা মেরে ছেলেখেলা করছেন, কারা টাকা নিয়েছে, এতদিনেও জানে না সিআইডি, কিন্তু আমি জানি। আপনারা তদন্ত করছেন না উলটে আবার পুরনো নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন।’ এরপরেই রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রতি মুহূর্তের সমস্ত খবরাখবরের জন্য দেরি না করে এখনই ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *