Kamduni Case Verdict : ‘মৌসুমীদের সঙ্গে কথা হয়েছে…’, কামদুনির প্রতিবাদীদের কী কী সাহায্য, জানালেন শুভেন্দু – suvendu adhikari slams west bengal government on kamduni investigation


কামদুনি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রায়ের জন্য সরাসরি রাজ্য সরকার ও তদন্তকারী সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। বিরোধী দলনেতার দাবি, রাজ্য সরকার লোক দেখানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, CID সঠিকভাবে তদন্ত করলে এই রায় হত না। একই সঙ্গে কামদুনির প্রতিবাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা।

Kamduni Case Verdict : হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, কামদুনিকাণ্ডে সুপ্রিম দরবারে যাচ্ছে রাজ্য
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপসী মণ্ডল সহ জেলার অন্যান্য নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামদুনি কাণ্ডে রাজ্য সরকার ও তদন্ত প্রক্রিয়াকে নিশানা করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, ‘কামদুনি নিয়ে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া লোক দেখানো। রাজ্য সরকারের উকিল ও সিআইডি ঠিক করে কাজ করলে এত হত না। সুপ্রিম কোর্টে প্রতিবাদীরাই যাবে। আমি তাঁদের পূর্ণ সাহায্য করব। তাঁদের জন্য ভালো উকিল ঠিক করে দেব। আজ বিকেলে অরাজনৈতিক সভা করছেন তাঁরা। আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল। অন্য কাজ থাকায় যেতে পারছি না। আমি তাঁদের আমার সঙ্গে এসে দেখা করার কথা বলেছি। আমি নিজে গিয়েও দেখা করতে পারি। রাজ্য সরকার নিরাপত্তা না দিলে আমি বেসরকারি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। গোটা রাজ্য জুড়ে সরকারের ভূমিকার নিন্দা করছে মানুষ।’

Kamduni Case Verdict: কামদুনি গণধর্ষণ ও খুনে খারিজ ফাঁসি, পরিবর্তে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ ২ দোষীকে
আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতিতে হাইকোর্টের রায়ের পর তদন্ত নেমেছে সিবিআই। শনিবার আলিপুরদুয়ারের একাধিক জায়গায় চলছে সিবিআই অভিযান। এই নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ‘তল্লাশি করার কী দরকার! ধরে ভিতরে ঢুকিয়ে দিক। কে চুরি করেছে, তার নথি রয়েছে। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নথির উপর ভিত্তি করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের বিচারপতিরা নথির উপর ভিত্তি করেই নির্দেশ দিচ্ছেন।’

Kamduni Case : ফাঁসি রদ করে খালাস, কামদুনি কাণ্ডের মতো মুক্তি পান নীরাও
উল্লেখ্য, শুক্রবারের কলকাতা হাইকোর্টের রায়ের পর ক্ষোভে ফুঁসছে কামদুনি। রাজ্য সরকারে তদন্ত প্রক্রিয়ার দিকে আঙুল তুলেছে তাঁরা। কামদুনির কলেজ পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের মামলার দুই আসামির ফাঁসির সাজা খারিজ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরও চার দোষী সাব্যস্তের সাজা মকুব করা হয়েছে। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।

জয়েন করুন এই সময় ডিজিটাল। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *