Kolkata Metro Services Durga Puja 2023 : এবারেও পুজোয় রাতভর মেট্রো, পঞ্চমী থেকেই স্পেশাল সার্ভিস! রইল সময়সূচি – kolkata metro will provide special whole night service during durga puja 2023


বিগত বছরগুলির মতো মতো এবারেও দুর্গাপুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা মেট্রো। পরিষেবা মিলবে সারারাত। ফলে রাতে ঠাকুর দেখতে যাওয়া, বা ঠাকুর দেখে ফেরার পথে কোনওরকম সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা দুর্গাপুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একনজরে জেনে নেওয়া যাক পুজোর মেট্রো পরিষেবা।

পঞ্চমী ও ষষ্ঠী
যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ১০টা ৩৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ১০টা ৪০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ১০টা ৫০ মিনিট
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ২২টা ৫০ মিনিট

Kolkata Metro : প্রাক পুজোর ভিড় সামাল দিতে আরও এক পদক্ষেপ মেট্রোর, খোলা হচ্ছে বাড়তি বুকিং কাউন্টার
সপ্তমী , অষ্টমী ও নবমী
এরপর দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২৪৮টি পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ অথবা ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।

প্রথম পরিষেবা
দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর ১২টা ৫৫ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
দমদম থেকে কবি সুভাষ দুপুর ১টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টা

মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর ১টা
গীতাঞ্জলি থেকে দমদম দুপুর ১টা
শ্যামবাজার থেকে কবি সুভাষ দুপুর ১টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ভোর ৩টে ৪৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ভোর ৩টে ৪৮ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৪টে
কবি সুভাষ থেকে দমদম ভোর ৪টে

Kolkata Metro News : মেট্রোতেও টিকিট চেকিং, ব্লু-লাইনে তৈরি নয়া টিম
দশমী
বিজয়ার দিন মিলবে ১৩২টি মেট্রো পরিষেবা। মেট্রো চলবে বেলা ১টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর পাওয়া যাবে পরিষেবা।

প্রথম পরিষেবা
দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টা
দমদম থেকে কবি সুভাষ দুপুর ১টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ৯টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ১০টা
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ১০টা

Vande Bharat: 64টি বন্দে ভারতের জন্য নতুন টাইম টেবিল! আরও ট্রেন আনছে রেল?
একাদশী থেকে ত্রয়োদশী

পুজোর পরে অর্থাৎ একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্তও বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সেক্ষেত্রে ওই ৩ দিন ২৩৪ টি পরিষেবা পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

প্রথম পরিষেবা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ ভোর ৬টা ৫০ মিনিট
দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর ৬টা ৫৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা

শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ২৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি সাড়ে ৯টা
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪০ মিনিট
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ৯টা ৪০ মিনিট

এই বিশেষ পরিষেবা মূলত মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরেই মিলবে বলে জানা যাচ্ছে। এরপর অক্টোবরের ২৯ তারিখ থেকে আবার সাধারণ দিনের মতো মিলবে পরিষেবা।

মেট্রোরেলের আরও খবরের জন্য এখনই ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *