Maa Flyover Accident : মা ফ্লাইওভারে ভয়ানক দুর্ঘটনা! বিলাসবহুল গাড়ির ধাক্কায় উপড়ে গেল পোস্ট, হিমশিম পুলিশ – jeep compass car involves in a fatal accident on maa flyover em bypass


শনিবারের কলকাতায় ফের দুর্ঘটনা। মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে একটি গাড়ি। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট ক্রসিংয়ের কাছে মা উড়ালপুলের উপর দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ির ধাক্কায় উপড়ে গিয়েছে সিগন্যাল পোস্ট। এই ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। তাঁর হাতসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এই দুর্ঘটনার ফলে মা ফ্লাইওভারের উভয় দিকে যান চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। ধীর গতিতে গাড়ি চলছে উড়ালপুলের উপর দিয়ে। এই দুর্ঘটনার কারণে শনিবারের অফিস টাইমে সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

Maa Flyover : মা ফ্লাইওভারে গতির বলি সেন্ট জেভিয়ার্সের ছাত্র, জখম ৪! রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই গাড়ি ধাক্কায় উপড়ে যায় সিগন্যাল পোস্ট উপড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিয়ের দিক থেকে দ্রুত গতিতে আসছিল বিলাসবহুল গাড়িটি। চালক কোনওভাবে অমনোযোগী হয়ে পড়ার কারণে ঘটে দুর্ঘটনা। তীব্রতা এতটাই বেশি ছিল গাড়িতে থাকা সবকটি এয়ারব্যাগ খুলে গিয়েছে। সেই কারণেই চালক প্রাণে রক্ষা পেয়েছেন। গাড়ির সামনের দিক একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে।

Maa Flyover Accident : ফের চিনা মাঞ্জায় জড়িয়ে মা উড়ালপুলে দুর্ঘটনা, মাথায় ও পায়ে চোট বাইক আরোহীর
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়ি উপর দিকে উঠে যায়। অন্যান্য গাড়ি চালকদের সহায়তায় চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন। কলকাতা পুলিশের তরফে রেকার ভ্যান নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গাড়িটি উপরের দিকে উঠে থাকার কারণে রেকার ভ্যান দিয়েও তা নামানো সম্ভব হচ্ছে না। গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। মা ফ্লাইওভারের রেসকোর্স মুখী রাস্তায় যানজট দেখা দিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। গাড়িচালককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Kolkata Accident News Today : ‘পারমিটহীন’ বাসের ধাক্কায় গড়িয়া মোড়ে ব্যক্তির মৃত্যু, পলাতক চালক ও খালাসি
সম্প্রতি রাতের কলকাতা মা ফ্লাইওভারে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বলি হন সেন্ট জেভিয়ার্স কলেজের ১৯ বছর বয়সী পড়ুয়া নীহার আগরওয়ালের। নীহার গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আর ৩ তিন তরুণ ও এক তরুণী গুরুতর আহত হন। তাঁদের খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই সময় ডিজিটাল এখন হোয়াটসঅ্যাপেও। দেশ, রাজ্য, দুনিয়া বা বিনোদ সব খবর জানা চাই? ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *