Niranjan Jyoti at Kolkata : অভিষেকদের চাপে কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী? ধরনা মঞ্চে আহ্বান তৃণমূলের – niranjan jyoti central minister reached kolkata to answer tmc dharna at raj bhavan


কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। তৃণমূলের আন্দোলনের মাঝেই কলকাতায় পা রাখলেন তিনি। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা না করার অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করে তিনি কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Abhishek Banerjee : কার ডাকে বোস বার বার দিল্লিতে, প্রশ্ন অভিষেকের
মন্ত্রীর সফরসূচি কী?

কলকাতা বিমানবন্দর থেকে মন্ত্রীর সোজা যাওয়ার কথা সল্টলেকে BJP-র পার্টি অফিসে। এদিন দুপুরের বিমানেই কলকাতা থেকে লক্ষনৌ ফিরে যাওয়ার কথা মন্ত্রীর। এর মাঝে তিনি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে রাজ্যের শাসক দল। তার মাঝেই কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রীর আসা নিয়ে জোর জল্পনা।

Abhishek Banerjee News : ED দফতরে গরহাজির অভিষেকের মা! CGO-তে বাবা অমিতের হাজিরা নিয়েও ধোঁয়াশা
তৃণমূল কী বলছে?

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই স্বাগত জানানো হয় তাঁকে। পাশাপাশি, তৃণমূলের তরফে জানান হয়, ‘আশা করব, তিনি রাজভবনের ধরনায় এসে বঞ্চিত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি বিজেপির উদ্দেশে তৃণমূলের কটাক্ষ, ‘BJP মানুষের থেকে ক্যামেরাকে বেশি পছন্দ করে।’


দিল্লিতে তুলকালাম

মঙ্গলবার দিল্লিতে কৃষি ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। কৃষি ভবনে তাঁদের কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পরেও কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি বলে অভিযোগ করা হয়। এরপর কৃষি ভবনের অফিস থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বলপূর্বক দিল্লি পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে বলে অভিযোগ করে তৃণমূল।

‘কেন্দ্রের কথায় চললে এভাবেই মুখ থুবড়ে পড়বেন’, কটাক্ষ মহুয়ার

রাজভবন অভিযান

দিল্লির পর্ব মিটিয়েই কলকাতায় এসে রাজভবনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে। রাজভবন দেখা না করা পর্যন্ত ধরনা চলবে বলে ঘোষণা করেন অভিষেক। অন্যদিক, শনিবার সকালেই দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। যাওয়ার পথে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, আজকে আমরা যাচ্ছি। তবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যতক্ষণ না আদায় হবে ততদিন এই আন্দোলন জারি থাকবে। রাজ্যপাল দ্রুত কলকাতায় ফিরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করুন, সেই আবেদন জানানো হবে বলে জানান তিনি।

বাকি খবরের জন্য এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *