BJP News : গ্রামীণ প্রকল্পে কেন অর্থ সাহায্য দিচ্ছে না বিজেপি সরকার? ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর – pankaj chaudhury bjp mp clarifies why central government not granting money for mgnrega project in west bengal


MGNREGA প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের দাবি তুলে নাছোড় আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে ধরনাও। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করছে না কেন? বোঝালেন কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Bardhaman News : ফাইলপত্র সরাতে গিয়ে ধরা পড়লেন রেভিনিউ অফিসার
কী জানালেন তিনি?

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারত সরকারের সমস্ত যোজনার একটা নিয়ম আছে। রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দফতরের আধিকারিকরা এসেছিলেন এবং তদন্ত করেছিলেন। কিছু সমস্যা তাঁরা পেয়েছিলেন। যার তদন্ত এখানের সরকার করবে। কিন্তু সেই তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে দাবি তাঁর। যদি টাকার দুর্ব্যবহার হয়, সরকার তদন্ত করবে তার বিরুদ্ধে। সেটা পুনরুদ্ধার করবে ভারত সরকার।

Awas Yojana West Bengal : ‘আবাসের সুবিধা পেলে…’, ঘর ভাঙল বর্ধমানে! আকুতি পরিবারের
কবে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ মিলবে?

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দুর্নীতির জন্য যে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেটা বারবার বলা হলেও সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে না। যেদিন ওই রিপোর্ট যাবে। তদন্ত হবে। সব ঠিক থাকলে টাকা পাওয়া যাবে। ভারত সরকার আর্থিক সাহায্য করতে প্রস্তুত। কিন্তু, এত কোটি টাকার যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেটা আগে তদন্ত হওয়া দরকার।

Purba Bardhaman News : টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল বর্ধমানের প্রাচীন মন্দিরের একাংশ, আতঙ্ক এলাকায়
আগেও সাহায্য করেছে সরকার

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলেন, ১০০ দিনের কাজের টাকা আসছে না। ২০০৬ থেকে ২০০৭ শুরু করে ২০১৩-১৪ পর্যন্ত মোট ৫৮ হাজার কোটি টাকা ভারত সরকার থেকে বাংলায় ১০০ দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। আর ২০১৪ থেকে ২০২৩ এর মধ্যে দু লাখ ৫ হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ভারত সরকার বাংলাকে দিয়েছে। ফলে তাঁদের দাবি, আদতে মিথ্যা।

সিবিআই হানা! ফিরহাদের বাড়িতে ঢুকতে বাধা আইনজীবীকে

আবাস নিয়ে কী সমস্যা?

তৃণমূলের অভিযোগ ছিল, একশো দিনের পাশাপাশি আবাস যোজনার টাকাও পাচ্ছে না সাধারণ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আবাস যোজনার ক্ষেত্র একই ঘটনা ঘটেছে। অনেক লোকের নাম কাটা গিয়েছে। অনেক লোককে দেওয়া হয়েছে যারা পাওয়ার যোগ্য নয়। তদন্তের ধরা পড়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঘটনার যা রিপোর্ট সেই রিপোর্ট যাচ্ছে না। তার জন্যই ভারত সরকারের তো একটা নিয়ম আছে, টাকাটা তাঁরা পাঠাবে তার হিসাবপত্র তো দিতে হবে, দাবি তাঁর।
উল্লেখ্য, মেরি মাটি, মেরা দেশ কর্মসূচির জন্য বর্ধমান জেলায় বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম ভিটেতেএসেছিলেন কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌশির। রায়না ২ ব্লক সুবলদহ এলাকায় তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

প্রতি মুহূর্তে টাটকা খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *