CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা – cbi raid at the house of kanchrapara municipality chairman after firhad hakim madan mitra house


পুরসভা নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রীদের বাড়িতে রবিবার সকাল থেকে হানা দিয়েছে CBI। কলকাতাতে মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের পর কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতে চার সদস্যের CBI এর প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছ।

Firhad Hakim CBI Raid: ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা
কী জানা যাচ্ছে?

রবিবার সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক জায়গায় হানা দিয়েছে CBI আধিকারিকরা। গত বৃহস্পতিবার থেকে একের পর এক নেতার বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Alipurduar News Today : আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলার তদন্তে CBI হানা, একযোগে ৩ জায়গায় অভিযান
কোথায় হানা দিয়েছে?

এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ নৈহাটি, দমদম একাধিক প্রশাসনিক কর্তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দেয়। রথীন ঘোষের বাড়িতে একটানা প্রায় ১৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি। ফের রবিবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে প্রথমে হানা দেয় CBI। এর ঠিক কিছুক্ষণের মধ্যে জানা যায় CBI-র আরেকটি দল গিয়েছে মদন মিত্রের বাড়িতে। কামারহাটির তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু হয়।

CBI Raid: দমদম-শান্তিপুর-নিউ বারাকপুর- একের পর এক CBI হানা

পুর নিয়োগ দুর্নীতি

মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলন অয়ন শীল। তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছ তাঁরা। এবার তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের বাড়িতে হানা দিল CBI।
জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার পুর প্রধান ছাড়াও রবিবার হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই এর একটি টিম। এবার কাঁচরাপাড়ার পুরপ্রধান, ফিরহাদ-মদনের পর সুদামা রায়ের বাড়িতে সিবিআই হানা। পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ দুর্নীতি হয়েছে বলে দাবি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন।

আর কী জানা যাচ্ছে?

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাজ্যের একাধিক পুরসভায় ১৮০০ বেশি নিয়োগ হয়েছে। এর মধ্যে ১৬টা পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এর আগেও একাধিক পুরসভায় হানা দিয়ে নথিপত্র জোগাড় করেছেন ইডি, সিবিআইয়ের আধিকারিকরা। স্কুলে শিক্ষক দুর্নীতির সঙ্গে পুরসভায় দুর্নীতির কোনও যোগসাজশ আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তাঁরা।

নতুন খবর পড়তে জয়েন করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *