CBI Raid In West Bengal : হালিশহরের প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি থেকে বেরোল সিবিআই, ইডিকেও আমন্ত্রণ অংশুমানের – cbi went out from halisahar former chairman angshuman roy house


নিয়োগ দুর্নীতির তদন্তের নেমে লাগাতার ৪ ঘণ্টা তল্লাশি চালানোর পর হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। রবিবার সকাল প্রায় ৯টা ২০ মিনিট নাগাদ হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের বাড়িতে যান সিবিআই-এর আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। দীর্ঘ ৪ ঘন্টা ম্যারাথন তল্লাশি চালিয়ে, তারপর অংশুমানের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই কর্তারা। তদন্তকারীরা বেশকিছু নথি সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। প্রয়োজনে আবার আসতে হতে পারে বলেও জানিয়েছে সিবিআই। অন্যদিকে তদন্তে তিনি সব ধরনের সহযোগিতা করেছেন বলেই জানান হালিশহরের প্রাক্তন পুরপ্রধান।

এই প্রসঙ্গে অংশুমান রায় বলেন, ‘ওঁরা খুবই ভদ্রলোক। প্রথমে ঢুকেই বললেন, নিয়োগ নিয়ে যে সমস্যা, সেই বিষয়ে কিছু কথা জানতে চাইব। আমার কোনও অসুবিধা নেই। ওঁরা আমার ঘর খুঁজে দেখেছেন, আমায় প্রশ্ন করেছেন, আমি যতটুকু জানি, আমি বলেছি। যা দেখলাম, পরসভার নিয়োগ পদ্ধতি নিয়ে ওঁদের খুব একটা জানাও নেই। আমি বুঝিয়ে বললাম। যাদেরকে নিয়ে মূলত অভিযোগ, যে সংস্থাকে নিয়ে, সেই সংস্থাকেও আমার টেন্ডার দিয়ে কাজটা দিয়েছি। সেই সমস্ত নথিও পৌরসভায় পেয়ে যাবেন। চেয়ারম্যানের কাছে কিছু থাকে না। ওঁরা সন্তুষ্ট।’

CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা
অংশুমান রায়ের আরও সংযোজন, ‘ওঁরা চাইলে আবারও আসতে পারেন। ইডিকেও আমি আমন্ত্রণ জানাবো, আসুন আমার বাড়িতে, আমি ব্যক্তিগতভাবে চাই, এই অগ্নিপরীক্ষাটার মধ্যে দিয়ে যেতে। আমাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে দেখুন, হালিশহর পুরসভায় আমি থাকাকালীন কোনওদিন, কোনও জায়গায় দুর্নীতি হয়েছে কি না।’ এককথায় তদন্তে সব ধরনের সহয়োগিতার আশ্বাস দিয়েছেন অংশুমান।

CBI Raid Madan Mitra : ৫ ঘণ্টা পর মদনের বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা, ‘কিছুই পায়নি’ দাবি আইনজীবীর
অন্যদিকে এই প্রসঙ্গে সিবিআই আধিকারিকরা বলেন, ‘তিনি (অংশুমান রায়) সাহায্য করেছেন। আমরা নথি সংগ্রহ করেছি। তবে যা যা পেয়েছি, সংবাদমাধ্যমের সামনে বলতে পারবো না, অফিসে গিয়ে স্ক্রুটিনি করে দেখব।’ প্রসঙ্গত, এদিন সকাল থেকেই পুরসভা নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশি চালানো হয়েছে ফিরহাদ হাকি, মদন মিত্রের মতো হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতেও। ইতিমধ্যেই মদন মিত্রে বাড়ি থেকেও বেড়িয়ে গিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। গোটা ঘটনাকে ঘিরে সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।

ED Raid : নিউ ব্যারাকপুর-কৃষ্ণনগরের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, শুরু তল্লাশি
সিবিআই হানার আরও খবরের জন্য এখনই ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *