CBI Raid Madan Mitra : ৫ ঘণ্টা পর মদনের বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা, ‘কিছুই পায়নি’ দাবি আইনজীবীর – cbi raid completed at tmc leader madan mitra house on municipal recruitment scam


তৃণমূল বিধায়ক Madan Mitra-এর বাড়ি থেকে বেরোলেন CBI আধিকারিকরা। প্রায় ৫ ঘণ্টা তল্লাশির পর CBI আধিকারিকরা এদিন বেরিয়ে যান। ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে থেকে কী গুরুত্বপূর্ণ নথি পেল CBI? সংবাদ মাধ্যমের সামনে সে বিষয়ে মুখ খুলতে চাননি CBI আধিকারিকরা। মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য জানান, ওঁরা পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি চালিয়েছে। শান্তিপূর্ণভাবে তল্লাশি হয়েছে। মদন মিত্রকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তল্লাশি করে কিছু নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন CBI আধিকারিকরা।

Madan Mitra Home CBI : ফিরহাদের পর এবার মদনের বাড়িতে CBI
CBI তল্লাশি

পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই মদন মিত্রের বাড়িতে হানা দেয় CBI বলে জানা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের কামারহাটি এবং ভবানীপুরের বাড়িতে যায় CBIয়ের পৃথক দল। প্রাথমিকভাবে জানা যায়, বাড়িতেই ছিলেন মদন। তাঁকে সেরকম কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে CBI সূত্রে খবর।

CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা
মদন ফিরহাদের বাড়িতে তল্লাশি

রবিবার সকাল থেকেই রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে হানা দেয় CBI ও ED আধিকারিকরা। এদিন সকালে প্রথমেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে যায় CBIয়ের টিম। এরপর জানা যায় মদন মিত্রের বাড়িতেও CBI তল্লাশি চালানোর কাজ শুরু করেছে।

‘খেলা শুরুর আগেই খেলা কেঁপে গিয়েছে’

কেন এই তল্লাশি?

গত কয়েক বছরে পুরসভায় একাধিক পদে নিয়োগের ক্ষেত্রে বিস্তর অনিয়ম হয়েছে বলে দাবি করা হয়। চাকরির বিনিময়ে টাকার লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে অভিযোগ জানানো হয়। জানা গিয়েছে, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে গ্রেফতারের পরে তাঁদের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের নাম উঠে আসে কেন্দ্রীয় সংস্থার তদন্তে। তখনই অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি পায় ইডি। এরপর নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য প্রমাণ পায় ইডি। অন্যদিকে,ফিরহাদ হাকিমের বাড়িতে এখনও তল্লাশি চলছে বলে খবর।

খবর দ্রুত জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *