Firhad Hakim CBI Raid: ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা – cbi raid at firhad hakim house on recruitment scam case


CBI Raid: রবিবার সাত সকালে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার ভোরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছল CBI-এর বিশাল দল। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পর এবার কলকাতার মেয়রের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। ফিরহাদ হাকিমের গোটা বাড়ি ঘিরে ফেলল সেন্ট্রাল ফোর্স। রবিবারের সকালে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য।

সিবিআই-এর তরফে সরকারিভাবে জানানো হয়েছে, পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে অনিয়মের তদন্তেই ফিরহাদ হাকিমের বাড়িতে অভিযান। পুর মন্ত্রী ছাড়াও এই একই মামলায় রবিবার সিবিআই তল্লাশি চলছে মদন মিত্রের বাড়িতেও। কামারহাটির বিধায়কের ভবানীপুরের বাড়িতে সিবিআই হানা। কোর্টের নির্দেশ অনুসারেই এই তদন্ত বলে জানানো হয়েছে নিজাম প্যালেসের তরফে।

ED Raid Recruitment Scam: রাজভবন অভিযানের দিনেই ইডি ম্যারাথন তল্লাশি, স্ক্যানারে দক্ষিণ দমদম পুরপ্রধান সহ একাধিক পুরসভার চেয়ারপার্সন
সকাল ৯টা নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন মন্ত্রী। পুরো বাড়ি দুর্গের মতো ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকী ববি হাকিমের নিরাপত্তারক্ষীকেও আটকে দেওয়া হয়। মন্ত্রীর বাড়িতে CBI হানায় বাড়ির বাইরে অনুগামীদের বিক্ষোভ। তারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন। সূত্রের খবর, ভিতরে CBI-এর উচ্চ পদস্থ আধিকারিকরা মেয়রের সঙ্গে কথা বলছেন এবং ভিতরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বাড়ির ভিতরেও মোতায়েন করা হয়েছে CRPF।

South Dumdum Municipality : ‘শুধু সময় কাটিয়েছে…’, ED-র তল্লাশি নিয়ে বিস্ফোরক দাবি দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধানের

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকেও আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। সাফ কথায় জানিয়ে দেওয়া হয় ভিতরে প্রবেশে অনুমতি নেই। পরে বহু অনুনয় বিনয়ের পর তাঁকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। অনুমতি সাপেক্ষে পরে তাঁর বাড়ির তিন পরিচারিকাকেও ঢুকতে দেওয়া হয়। সিবিআই তল্লাশির খবর পেয়ে সেখানে এসে পৌঁছন পুর ও নগরোয়ান মন্ত্রীর আইনজীবীও। কিন্তু তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফিরহাদ কন্যাকে প্রবেশ করতে দেওয়া হলেও প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁর দেহরক্ষীদেরও।

Madan Mitra Home CBI : ফিরহাদের পর এবার মদনের বাড়িতে CBI
রাজ্য রাজনাীতির যেকোনও খবর সবার আগে পেতে ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটস অ্যাপ চ্য়ানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *