Hooghly News: ‘আগের রাতে ডেকে নিয়ে গিয়েছিল…’, বন্ধু খুনে গ্রেফতার পরিচিত ১ – one arrested in hooghly youth murder


উত্তরপাড়ায় বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে গ্রেফতার যুবক! হিন্দমোটর কারখানা চত্বরে নিকাশি ড্রেন থেকে শনিবার উদ্ধার হওয়া যুবকের পরিচয় জানার পর অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়। অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রেফতার অভিযুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তরপাড়া ভদ্রকালী শিবতলার বাসিন্দা বিজয় প্রামানিককে গত শুক্রবার বিকালে তার বন্ধু পিকু ঘোষ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।ওইদিন রাতে আর বাড়ি ফেরেনি বিজয়।বিস্তর খোঁজাখুঁজির পর গতকাল রাতে পুলিশ মারফত বাড়ির লোক জানতে পারে হিন্দমোটর কারখানার একটি নিকাশি ড্রেন থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে।যুবকের পরিবার গিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দেহ শনাক্ত করে।এরপর আজ বেলা এগারোটা নাগাদ উত্তরপাড়া থানায় যুবকের মা বনলতা প্রামানিক লিখিত অভিযোগ করেন। তার ছেলে বিজয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পিকু। বিজয় বাড়ি না ফিরলেও পিকুর বাড়িতে গিয়ে খোঁজ করতে গেলে পিকুর দেখা মেলেনি। পুরোনো শত্রুতার জেরে ছেলেকে খুন করেছে পিকু অভিযোগ মৃতের মায়ের। পুলিশ অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে।

Hindmotor Hooghly News : বন্ধ কারখানা চত্বরে উদ্ধার দেহ! খুন না অন্য কিছু, রহস্য হিন্দমোটরে

উত্তরপাড়ার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন,’অভিযোগ হওয়ার এক ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে।পুলিশের এই তৎপরতা যদি থাকে অপরাধ অনেক কমে যাবে।দোষী যেই হোক তার উপযুক্ত শাস্তি হোক।’

হিন্দ মোটরের বন্ধ কারখানার চত্বর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় শনিবার। প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পান একটি নিকাশি ড্রেনে যুবকের দেহ পড়ে রয়েছে।খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। ঠিক কী কারণে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ।

Newtown Murder: নিউটাউনে রেস্তরাঁ মালিকের খাটের নীচের সুটকেস থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ, মুক্তিপণই কি খুনের কারণ? তদন্তে পুলিশ

এলাকার মানুষের অভিযোগ, রাত বাড়লেই অসামাজিক কাজ বাড়ে।বন্ধ কারখানা চত্বরে মানুষের যাতায়াত থাকলেও আলোর ব্যবস্থা না থাকায় সমাজ বিরোধীদের আড্ডা হয়।এনিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয় স্থানীয়দের পক্ষ থেকে। হিন্দমোটরে বিজেপি নেতা স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় অভিযোগ করেন, প্রশাসন সতর্ক না হলে অসামাজিক কাজ বন্ধ হবে না।পুলিশ টহল বাড়ানোর দাবী করেন তিনি।

Siliguri News : ফেসবুক প্রেমিকের মোহে বুঁদ, স্বামী বাধা দিতে মারাত্মক কাণ্ড স্ত্রীয়ের! উত্তাল শিলিগুড়ি

অন্যদিকে তৃনমূলের উত্তরপাড়ার কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ মেনে নেন উত্তরপাড়ায় দুস্কৃতি দৌরাত্ম্য বাড়ছে সে বিষয়ে।গত কয়েক মাসে বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা ঘটেছে।তৃনমূল কাউন্সিলর বলেন,সন্ধা নামলেই নেশাখোরদের অঞ্চলে পরিনত হয় হিন্দমোটর কারখানা এলাকা।পুলিশের বাইক পেট্রলিং বাড়াতে বলেন তিনিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *