Kolkata Metro Ticket : পুজোর আগেই মেট্রোয় QR Code যুক্ত কাগজের টিকিট, কবে-কোথায় চালু? – kolkata metro going to start paper based qr code ticket in east west metro corridor


যাত্রীদের সুবিধার্থে একের পর পর পদক্ষেপ করতেই থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার টিকিটের ক্ষেত্রে আরও এক যুগান্তকারী পদক্ষেপের পথে মেট্রো। মেট্রোতে আসতে চলেছে QR Code যুক্ত কাগজের টিকিট। আপাতত পরীক্ষামূলকবাবে চালু হবে এই প্রক্রিয়া।

এই বিষয়ে রবিবার মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ইস্ট-ওয়েস্ট করিডোরে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আগামী ১১ তারিখ এই করিডোরের শিয়ালদা স্টেশনে থেকে চালু হবে নয়া এই টিকিট। যদি এই পরীক্ষমূলক পদক্ষেপ সফল হবে তাহলে এই করিডোরের সম্পূর্ণ অংশেই ধীরে দীরে বন্ধ করে দেওয়া হবে টোকেন। পরিবর্তে গোটা ইস্ট ওয়েস্ট করিডোরেই চালু করা হবে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট। তবে পরীক্ষা চলাকালিন কাগজের টিকিটের পাশাপাশি টোকেনও চালু রাখা হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।

Kolkata Metro Time Table During Durga Puja : মেট্রো যাত্রীদের জন্য বড় খবর, পুজোয় এই লাইনে পুরোপুরি বন্ধ পরিষেবা
প্রসঙ্গত, বিনা টিকিটেক যাত্রী ধরতে সাম্প্রতিকাকে তৎপর হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিনা টিকিটের যাত্রীদের ধরতে এবার মেট্রোয় উঠছেন টিকিট পরীক্ষকও। আর সেই অভিযানে ধরাও পড়ছে একের পর এক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম দূরত্বের ভাড়ার টোকেন নিয়ে বেশি দূরত্ব যাত্রা করছে সেইসব যাত্রীরা। এই বিষয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর মরশুমে নিত‌্যযাত্রীর তুলনায় অন্যান্য যাত্রীদের ভিড় বেশি বাড়ে পাতাল রেলে। কেনাকাটা হোক বা ঠাকুর দেখা, প্রচুর মানুষ যাতায়াত করেন মেট্রোতে। এককথায় দলবেঁধে একসঙ্গে অনেকে যাতায়াত করেন। আর বেশিরভাগ ক্ষেত্রে সেখানেই হচ্ছে ঘটছে এই ধরনের ঘটনা।

Metro Rail Kolkata : রাতের অন্ধকারে মেট্রোর কারশেডে ধরা পড়ল ৩ বিদেশি, ব্যাগ খুলতেই চমকে গেল RPF
মেট্রো সূত্রে খবর, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৬ জন কম ভাড়ার টোকেনে বেশি দূরত্ব যাওয়ার যাত্রী ধরা পড়েছে। এছাড়া বিনা টিকিটের যাত্রীও ধরা পড়েছে বেশ কয়েকজন। জরিমানা বাবদ ওইসব যাত্রীদের থেকে মোট ৬ হাজার ৬৪৫ টাকা আদায় করেছে মেট্রো। কর্তৃপক্ষ জানাচ্ছে, টোকেন বা স্মার্ট কার্ডের কোনওটিই নেই, এমন যাত্রীর সংখ্যা কমই। বরং অল্প দূরত্বের টোকেন কিনে, তা দিয়ে বেশি দূরত্ব সফর করার প্রবণতাই যাত্রীদের একাংশের মধ্যে বেশি করে দেখা যাচ্ছে। তাই নজরদারি বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় ধরা হচ্ছে তাদের, ধার্য করা হচ্ছে জরিমানা। আর এরই মাঝে এবার টিকিটে পরিবর্তন আনার পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষের।

Kolkata Metro News : মেট্রোতেও টিকিট চেকিং, ব্লু-লাইনে তৈরি নয়া টিম
কলকাতার বিভিন্ন করিডোরের মেট্রোর খবর সবার আগে জানতে এখনই ফলো করুন এই সময়ে ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *