Kolkata Police : হেলমেট না পরলেই মাশুল, পুজোয় বাইকের দাপাদাপি রুখতে কড়া পুলিশ – kolkata police will take strict action against bike rider among durga puja 2023


Durga Puja-র সময় বাইক বাহিনীর তাণ্ডব নিয়ে কড়াকড়ি করতে চলেছে Kolkata Police। রাস্তায় বাইকের দাপাদাপি, যে কোনও জায়গায় বেআইনি বাইক পার্কিং, মণ্ডপের বাইরে অযথা বাইক দাঁড় করিয়ে রাখা বন্ধের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীতকুমার গোয়েল।

Kolkata Metro Services Durga Puja 2023 : এবারেও পুজোয় রাতভর মেট্রো, পঞ্চমী থেকেই স্পেশাল সার্ভিস! রইল সময়সূচি
কী জানা যাচ্ছে?

গত কয়েক বছরের পুজোর চারদিন বাইক আরোহীদের নিয়ম ভাঙার ব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়ে কলকাতা পুলিশের কাছে। মণ্ডপের ঢোকা বা বেরোনোর পথে বাইকের নিয়ম বহির্ভূত পার্কিংয়ের জন্য সমস্যায় পড়েন দর্শনার্থীরা। পুজো কমিটিগুলোকে হিমশিম খেতে হয় চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে। তাই এবার বড় পুজো প্যান্ডেলের আশপাশে বাইক পার্কিং রুখতে রাখা হবে বিশেষ নজরদারি টিম।

West Bengal Monsoon : বুধবার পর্যন্ত কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা, পুজোর আগে কি ফের দুর্যোগ?
পুজো কমিটি নিয়ে বৈঠক

শনিবার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক হয়। প্রায় এক হাজার ৩৫০ পুজো কমিটির সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিশ। বৈঠকে দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানেই পুজো কমিটিগুলোকে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়।

Kolkata Puja Shopping : পুজোর কেনাকাটায় সুবিধা! ধর্মতলা-গড়িয়াহাট-হাতিবাগান নিয়ে ‘বড়’ সিদ্ধান্ত দোকানীদের
দর্শনার্থীদের চাপ

গত বছর থেকে কলকাতায় পুজোর জৌলুস দ্বিগুণ হয়েছে। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণা হওয়ার পর থেকে অনেক বিদেশি পর্যটকরা কলকাতার পুজো দেখতে আসছেন। পাশাপাশি, এ বছর পুজোর মাঝেই ক্রিকেট বিশ্বকাপের খেলা রয়েছে। কলকাতাতেও ম্যাচ রয়েছে। যে কারণে কলকাতা পুলিশকে ভিড়ের বাড়তি চাপ সহ্য করতে হবে। এর মাঝেই রাস্তায় যান নিয়ন্ত্রণ এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে বাইক আরোহীদের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পুজো বলে আলাদা ছাড় নয়। হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসপ্লে বোর্ড

পুজো মণ্ডপগুলিতে ডিসপ্লে বোর্ড লাগানো নিয়েও বিস্তর আলোচনা হয় এদিনের বৈঠকে। ভিড়ের সংখ্যা জানতে বা কতক্ষণে মণ্ডপে ঢোকা যাবে, সময় কেমন লাগবে? সেই সংক্রান্ত ডিসপ্লে বোর্ড লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছিল। তবে এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে কিছু পুজো কমিটি। অপেক্ষা করতে হবে দেখে অনেক দর্শনার্থী পুজো মণ্ডপ ছেড়ে চলে যেতে পারেন। সেটা চাইছে না, পুজো কমিটিগুলি।

স্বপ্নার বাগানে মা-বাবার ছত্রছায়ায় সন্তানদের বেড়ে ওঠার গল্প

কমিশনার কী জানালেন?

পুলিশ কমিশনার জানান, মূলত বিদেশি দর্শনার্থীদের সুবিধার্থেই ‘ওয়েটিং টাইম’ দেখানো ডিসপ্লে বোর্ডের লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক পুলিসকর্তা জানান, এই নতুন উদ্যোগের কারণে আদতে মণ্ডপে দর্শক কমে যাবে না উল্টে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি শহরের দুর্গাপুজো সংক্রান্ত যাবতীয় তথ্য পুলিসের ‘বন্ধু’ অ্যাপে পাওয়া যাবে বলে জানানো হয় এদিনের অনুষ্ঠানে।

সব খবর দ্রুত জানতে চোখ রাখুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *