Lottery Sangbad : রাতারাতি ভাগ্য বদল! লটারি জিতে কোটিপতি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি – murshidabd mason got crore ruppes after winning dear lottery


ছিলেন দিন আনা দিন খাওয়া রাজমিস্ত্রি, হলেন কোটিপতি! লটারি জিতে রাতারাতি ভাগ্য বদল বহরমপুরের এক রাজমিস্ত্রির। মুর্শিদাবাদের বাসিন্দা মুরসালিম শেখ এর পরিবার এখন আনন্দে আত্মহারা।

Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত
কী জানা যাচ্ছে?

দেড়শো টাকার লটারি টিকিট কেটে রাতারাতি ঘুরে গেল ভাগ্যের চাকা। কোটিপতি হলেন নবগ্রামের নিমগ্রাম বেলুড়ীর বাসিন্দা এক রাজমিস্ত্রি। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দেড়শ টাকার টিকিট কাটেন মুরসালিম শেখ নামের এক রাজমিস্ত্রী। আর সেই দেড়শ টাকার লটারির টিকিটই বদলে দিল কপাল। টিকিট মেলাতেই দেখেন যে এক কোটি টাকা পেয়েছেন তিনি।

Murshidabad News: যত কাণ্ড ভাগীরথীতে! দুগ্ধ সমবায় নিয়ে তুলকালাম মুর্শিদাবাদে
খুশি পরিবারের লোকজন

এই নিয়ে আনন্দে মাতোয়ার পরিবারের লোকজন সহ ওই রাজমিস্ত্রি। যদিও কোটিপতি হয়ে নিরাপত্তার অভাবে নবগ্রাম থানায় দারস্ত হন তিনি।মুরসালিম শেখ নামের ওই রাজমিস্ত্রির মা ক্যামেরার সামনাসামনি হয়ে আনন্দে কেদে ফেলেন। মুরসালিম শেখের বাবা জানান, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কোনওরকমে আমাদের সংসার চলত। ছেলে হঠাৎ একটা টিকিট কাটে লটারির। এরপর জানতে পারা যায় ও কোটি টাকা জিতেছে। এতে আমাদের পরিবারের সকলেই খুব খুশি।

Murshidabad News : ​এসপিকে তদন্তভারের পরেও এলাকায় চমকাচ্ছেন এসআই, জঙ্গিপুরে খুনে অভিযুক্তকে আড়ালের চেষ্টা
লটারি কেটে কোটিপতি

লটারি কেটে কোটিপতি হওয়ার ঘটনা নতুন নয়। মাঝেমধ্যে কোনও না কোনও জেলা থেকে দিন মজুরি না দরিদ্র মানুষের কোটিপতি হওয়ার খবর উঠে আসছে। মাস দুয়েক আগেই কোচবিহারের শীতলকুচির এক মাংস বিক্রেতা লটারিতে কোটি টাকা জেতেন। ওই ব্যক্তির নাম মতিয়ার রহমান। জানা যায়, তিনি শীতলকুচি ব্লকের গাদাপোতা গ্রামের বাসিন্দা।

Dear Lottery News: কোটি টাকার লটারি জিতে থানায় রাত কাটালেন কলিম

এর আগে গত মার্চ মাসে উত্তর দিনাজপুরের এক সাইকেল মিস্ত্রির কপাল ফেরে। দিন আনা দিন খাওয়া মানুষের হাড়ভাঙা খাটুনির পর ঘরে লক্ষ্মী আসার খবর মেলে। মাত্র ৩০ টাকা খরচে পেয়ে গেলেন এককোটি টাকা পান তিনি। মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন বেহুড়ঝাড়ি এলাকার বাসিন্দা সৌমেন দেবশর্মা হন কোটিপতি। এর আগে মুর্শিদাবাদের ফরাক্কার দুই শ্রমিকও লটারির টিকিট কেটে কোটিপতি হয়েছিলেন বলে জানা যায়। তার আগে মালদার মানিকচক ব্লকের ভুবনটোলা গ্রামের ৬০ টাকার লটারি টিকিট বাসিন্দা দিনমজুর প্রতাপ মণ্ডলের জীবন বদলে দেয়।

টাটকা খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *