Mamata Banerjee Durga Puja: কবে পুজো উদ্বোধনে মমতা, এখনও জানানো হয়নি ডেট – when mamata banerjee will starts durga puja inauguration here is the the details


তাপস প্রামাণিক

দুর্গাপুজোর আর পুরো সপ্তাহ দুয়েকও বাকি নেই। ফি বছরই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ বার এ বার এখনও পর্যন্ত তাঁর উদ্বোধনী নির্ঘণ্ট জানা যায়নি। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের পুরোনো চোটের কারণে মমতার চলাফেরা আপাতত ‘রেস্ট্রিকটেড’। এই পরিস্থিতিতে মমতা কবে পুজো উদ্বোধন শুরু করেন, অনেকেই তা জানতে আগ্রহী। তবে একান্তই সশরীর হাজির না থাকতে না পারলে তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে পারেন বলেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি। সে ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি কোনও সময় বেছে নেওয়া হতে পারে বলেও একটি সূত্রে দাবি করা হচ্ছে।

Bagbazar Sarbojanin Durga Puja 2023 : ঐতিহ্যমণ্ডিত বাগবাজার সর্বজনীনের এবারের নিবেদন যোধপুরের মিউজিয়াম, দশমীর সিঁদুর খেলা কখন?

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করে থাকেন মমতা। আর এখন তো কলকাতার বেশিরভাগ বড় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতাই। গতবার মহালয়ার দু’দিন আগে, অর্থাৎ মাতৃপক্ষ শুরুর আগেই পুজো উদ্বোধন শুরু করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী কবে কোন পুজো উদ্বোধন করবেন, সেটা অন্যান্য বার ঠিক হয়ে যায় এই সময়ের মধ্যে। সেই মতো উদ্যোক্তাদেরও জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁরা আগাম প্রস্তুতি নিতে পারেন। এ বার এখনও তা হয়নি। এই পরিস্থিতিতে উদ্যোক্তারা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা সবচেয়ে আগে। মমতা যে মণ্ডপগুলিতে গিয়ে পুজো উদ্বোধন করে থাকেন, সেগুলোর ‘ক্রেজ়’ স্বাভাবিক ভাবেই অনেক বেশি।

Anamika Uday Durga Pujo : ‘এবছর স্পেশাল দশমীর সিঁদুর খেলা’, বিয়ের পর প্রথম পুজো কেমন কাটাবেন উদয়-অনামিকা?

যেমন ‘ত্রিধারা’। পুজো কমিটির অন্যতম কর্তা তথা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী কবে পুজো উদ্বোধন করবেন, সে ব্যাপারে আমাদের এখনও কিছু জানানো হয়নি। পায়ে চোটের কারণে উনি যদি সশরীর না এসে ভার্চুয়ালিও উদ্বোধন করেন, সেটাই আমাদের কাছে পরম প্রাপ্তি হবে। মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ নিউ আলিপুর সুরুচি সংঘের কর্মকর্তা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘মুখ্যমন্ত্রী কবে পুজো উদ্বোধন করবেন, তা নিয়ে আমার কাছে এখনও কোনও খবর নেই।’

Durga Puja 2023: রেললাইনের ধারে ‘দেবী’, তুলে নিয়ে মন্দিরে স্থাপন রেল শ্রমিকদের

শিবমন্দির পুজো কমিটি-র তরফে পার্থ ঘোষ জানান, প্রতি বারের মতো এ বছরও নিয়ম মেনেই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। চিঠিতে সম্ভাব্য তারিখও দেওয়া রয়েছে। পার্থর কথায়, ‘মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই সাধারণত আমাদের আগাম তারিখ জানিয়ে দেওয়া হয়। কিন্তু এ বছর এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।’

Durga Puja 2023: হুগলির বিশেষ আকর্ষণ ৬০০ বছরের পুরনো পুজো, প্রতিমার বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম

আবার, চেতলা অগ্রণী সঙ্ঘের পুজোয় ফি বছর দুর্গার চোখ আঁকেন মমতা। এই পুজোর অন্যতম প্রধান কর্তা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ বার নেহাত সেটা না হলে বিকল্প কিছু ভাবতে পারেন বলে ইঙ্গিত পুজো কমিটির সম্পাদক সমীর ঘোষের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *