MGNREGA Job Card : ‘উত্তরপ্রদেশেও ৪৪ লাখ জব কার্ড বাতিল…অনুদান তো আটকায়নি!’ বিজেপিকে তুলোধোনা তৃণমূল মন্ত্রীর – sashi panja attacked bjp on mgnrega job card cancellation issue on uttar pradesh


বাংলায় MGNREGA প্রকল্পে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি। এবার উত্তরপ্রদেশের উদাহরণ টেনে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা। বিজেপি খাঁড়া করেছে, কোটি খানেক জব কার্ড বাতিলের যুক্তি। সেখানেই লুকিয়ে আছে দুর্নীতির আখড়া। পালটা তৃণমূলের দাবি, উত্তরপ্রদেশেও লাখ লাখ জব কার্ড বাতিল হয়েছে, কই সেখানে তো কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে নেই?

Mahua Moitra : ‘…রাজ্যপাল মেনে নিয়েছেন’, বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে বিস্ফোরক মহুয়া
কী জানালেন মন্ত্রী?

তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা জানান, উত্তরপ্রদেশে MGNREGA প্রকল্প বাস্তবায়নেও দুর্নীতি হয়েছে। শুধু 2023-24 অর্থবছরে 4,475,634টি জব কার্ড বাতিল করা হয়েছে। নাম না করে বিজেপি রাজ্য সভাপিত সুকান্ত মজুমদারকে শশীর আক্রমণ, ‘এটা কি আপনার জমিদারি প্রভুদের ইউপির তহবিল আটকাতে বাধা দিয়েছে? অবশ্যই না! কারণ দুর্নীতি কখনই আপনার চিন্তার বিষয় ছিল না। এটা প্রতিহিংসার রাজনীতি!’

Abhishek Banerjee News : অভিষেকের পরামর্শে সুকান্তকে ফোন! আগন্তুকের কথা নিয়ে তুমুল চর্চা, রইল রেকর্ডিং
তৃণমূলের ধরনা

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিনার দাবি তুলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টায় টানা চারদিন ধরে চালিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোড়া ফুল টিম। কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি তাঁদের সঙ্গে দেখা না করায় কলকাতায় এসে রাজভবনের সামনে আন্দোলনে বসেছেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।

বিজেপির দাবি কী?

তবে, কলকাতায় এসে বিজেপি মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও দুর্নীতির বিষয়টির উপর জোর দেন। তাঁদের টাকা দিতে কোনও দোষ নেই, তবে আগে দুর্নীতির পর্দা ফাঁস হোক বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর পাশে বসেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূলের এই ‘মিথ্যা নাটক’ এর পালটা তাঁরাও পুজোর পর পালটা আন্দোলনে নামছেন।

‘ল্যাজ গুটিয়ে পালাচ্ছেন কেন?’ রাজভবন অভিযানের আগে কটাক্ষ অভিষেকের

ফিরছেন রাজ্যপাল

আজ, রবিবার তড়িঘড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও, তাঁর সঙ্গে আজ তৃণমূল প্রতিনিধিদের দেখা হবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। শনিবার থেকে উত্তরবঙ্গ সফরে থাকার পর আজ তিস্তা উপদ্রুত অঞ্চলে পরিদর্শনে থেকে দার্জিলিং রাজভবনে ফিরে আসেন রাজ্যপাল। তারপরই দ্রুত কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। কিছুটা অসুস্থ থাকার কারণেই তিনি কলকাতায় ফিরছেন বলে জানা গিয়েছে।

নতুন খবর রোজ পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *