Murshidabad News : চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে বিপত্তি, শিউরে ওঠার মতো ঘটনা বাসুদেবপুরে – passenger got into the rail accident while boarding the moving train at basudebpur station murshidabad


সঠিক পদ্ধতিতে ট্রেনে ওঠার ব্যাপারে সচেতনতার প্রচার চালানো হয় সর্বক্ষণ। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদ ঘটার সম্ভাবনা আছে, এমন নির্দেশিকা রয়েছে রেলের। তারপরেও নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ট্রেনে উঠতে গিয়ে বিপদে পড়েন। সেরকমই ঘটনা ঘটল বাসুদেবপুর স্টেশনে।

Lottery Sangbad : রাতারাতি ভাগ্য বদল! লটারি জিতে কোটিপতি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি
কী জানা যাচ্ছে?

ট্রেনে চাপতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় কাটা পড়ে দ্বিখণ্ডিত দেহ। যদিও বেঁচে রয়েছেন ওই ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশনে। এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। যদিও ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেও জীবিত রয়েছেন ওই ব্যক্তি।

Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত
উদ্ধার রেল পুলিশের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RPF। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল নাগাদ বাসুদেবপুর স্টেশনে জামালপুর কাটোয়া ট্রেন ধরতে স্টেশনে আসেন ওই ব্যক্তি। কিন্তু স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেনটি ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে চাপতে গিয়েই কার্যত ট্রেনের চাকার নীচে পড়ে যান তিনি। তাতেই দ্বিখন্ডিত হয়ে যায় ওই ব্যক্তির দেহ। যদিও প্রাণ রয়েছে শরীরে। ঘটনার পর স্টেশনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। যদিও ট্রেন চলাচল বিঘ্ন ঘটার কোনও খবর নেই।

Murshidabad News: যত কাণ্ড ভাগীরথীতে! দুগ্ধ সমবায় নিয়ে তুলকালাম মুর্শিদাবাদে
প্রত্যক্ষদর্শীরা কী জানাচ্ছেন?

এক প্রত্যক্ষদর্শী সেলিম শেখ জানান, জামালপুর কাটোয়া লোকাল যাচ্ছিল। এক ব্যক্তি দৌড়ে ট্রেনে উঠতে যায়। তখনই পা পিছলে পড়ে যায়। এরপর সোজা ট্রেনের তলায় চলে যায়। তবে ওই ব্যক্তি আশেপাশের এলাকার বাসিন্দা নন। তাঁকে কেউ চিহ্নিত করতে পারেননি বলে জানান স্থানীয়রা।

Mangaluru News: দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে বাঁচালেন ৭০-এর বৃদ্ধা

ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি

ট্রেনে উঠতে গিয়ে মাঝেমধ্যেই যাত্রীদের বিপদের খবর আসে বিভিন্ন জায়গা থেকে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলে কোনও ভাবেই দৌড়ে ওঠা উচিত নয়। তাতে বিপদ হওয়ার সম্ভাবনা। কয়েকমাস আগেই এরকম একটি ঘটনা ঘটে মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে যান। RPF-এর সাহায্যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন ওই মহিলা। প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের শূন্য স্থানের মধ্যে বা ফাঁকা অংশের মধ্যে পড়ে গিয়েছিলেন ওই মহিলা। সামান্য চোট পান তিনি।

নতুন খবর চান? এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *