কী জানা যাচ্ছে?
একশো দিনের কাজের টাকা চাইতে বিজেপি নেতাদের ফোন নম্বর প্রকাশ্যে এনেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত, তাঁদের সরাসরি বিজেপি নেতাদের ফোন করে টাকা চাওয়ায় জন্য নতুন কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। সেই অনুযায়ী ১০০ দিনের কাজের টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মেসেজ করেছিলেন অপরূপা।
এরপর কী হল?
তাঁর দাবি, এরপর থেকেই বিভিন্ন ফোন থেকে হুমকি আসছে। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের পুত্রবধূ অপরূপা গুহ। গোটা বিষয়টি নিয়ে তিনি কলকাতার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে রবিবার দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃনমুল এর নেতা কর্মীরা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের কী বক্তব্য?
তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর জানান, ১০০ দিনের টাকা চেয়ে শুভেন্দু অধিকারীকে মেসেজ করেছিলেন অপরূপা গুহ। এই ঘটনার পর থেকেই বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে। তাই গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
কী জানালেন অপরূপা
উদয়ন গুহর পুত্রবধূ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশমতো ১০০ দিনের টাকা চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মেসেজ করি। এরপর দেখা যায় শুভেন্দু অধিকারী তার মোবাইল নাম্বার ফেসবুকে ছড়িয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন নাম্বার থেকে ফোনে হুমকি হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠানো হয়। বাধ্য হয়ে আমি রাতে মোবাইল সুইচ অফ করে দেই। এরপর রবিবার সকাল থেকে একইভাবে ফোন আসতে থাকে। বাধ্য হয়ে এদিন দুপুরে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি গোটা বিষয়টি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এরপর এদিন বিকেলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয় তৃণমূল।
শুভেন্দু কী বললেন?
আমাকে অনেক নম্বর থেকে মেসেজ এসেছে। আমার কাছে রেকর্ড আছে। আমাকে বিরক্ত করা হচ্ছে। আমি তাঁদের ছবি বের করে মানুষকে জানাব। আমাকে এভাবে জব্দ করা যাবে না।
নতুন খবর আপনার কাছে, এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A