Abhishek Banerjee News : ‘বাংলার সামনে মাথা নত করতেই হবে,’ বিজেপির ‘জমিদার’দের নিশানা অভিষেকের – abhishek banerjee criticised bjp zamindars ahead of meeting with governor c v ananda bose


আজ তৃণমূলকে সময় দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিকেলেই বৈঠক। তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ফেসবুকে অভিষেক লেখেন, ‘আমরা রাজভবনের বাইরে আমাদের শান্তিপূর্ণ ধরনার পঞ্চম দিনে প্রবেশ করছি। পূর্ণ শক্তি এবং সংকল্পের সঙ্গে আমি বাংলার জনগণের অধিকারকে তুলে ধরা জারি রাখব। গতকাল, রাজ্যপাল অবশেষে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি অধীর আগ্রহে সভার অপেক্ষা করছি এবং আশা করছি যে রাজ্যপাল বাংলার জনগণের দাবি শুনবেন।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘বিজেপি জমিদাররা নিরপরাধ মানুষের জীবন নিয়ে রাজনীতি করে চলেছেন। কিন্তু, বাংলা চুপ করে থাকবে না এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়াই থামাব না! বিজেপি জমিদাররা নিশ্চিন্ত থাকুন, বাংলার সামনে মাথা নত করতেই হবে!’

‘কোনও আবেদন করা হয়নি,’ কলকাতায় ফিরে তৃণমূলের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বললেন বোস
গতকালই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপর রাতের দিকেই খবর পাওয়া যায় যে তৃণমূলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আজ বিকেল ৪টে নাগাদ সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে বলে খবর। যদিও তঋণমূলের তরফে কারা কারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, সেই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি।

Abhishek Banerjee Post

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট

বাংলার বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে গত ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে আন্দোলনের ডাক দেয় তৃণমূল। গোটা আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষিভবনে অবস্থান শুরু করেন তৃণমূল কংগ্রেস। সেই সময় পুলিশ তাঁদের চ্যাংদোলা করে বের করে দেয় বলে অভিযোগ। এরপর দিল্লিতে দাঁড়িয়েই ‘রাজভবন চলো’র ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গত বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামে তৃণমূল

Abhishek Banerjee : কার ডাকে বোস বার বার দিল্লিতে, প্রশ্ন অভিষেকের
এদিকে সেই দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। তিনি বার্তা দেন, প্রয়োজনে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল। যদিও তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাফ জানিয়ে দেন, তাঁরা কলকাতাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে রাজ্যপালের কথা রাখতে দলের ৩ সদস্য মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ মজুমদারকে দিল্লিতে পাঠায় তৃণমূল। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এরপর গতকাল সন্ধ্যায় কলকাতায় ফেরেন রাজ্যপাল।

এদিনের বৈঠকের সমস্ত আপডেট জানতে আর দেরি না করে এখনই ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *