Baruipur : যৌনপল্লীতে পুলিশকে ‘উদ্দাম’ মার! বারুইপুরে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ৯ – baruipur police beaten by some hooligans police arrested nine including civic volunteer


বারুইপুরে যৌনপল্লীতে পুলিশের উপর হামলা৷ ঘটনায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ ৷ ধৄতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে৷ ধৄতদের মধ্যে প্রতাপ দাস নামে ক্যানিং থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারও রয়েছে ৷

Kolkata Accident News Today : ‘পারমিটহীন’ বাসের ধাক্কায় গড়িয়া মোড়ে ব্যক্তির মৃত্যু, পলাতক চালক ও খালাসি
পুলিশ সুত্রে জানা গিয়েছে, PWD লেখা গাড়িতে করে অভিযুক্তরা বারুইপুর থানা এলাকার শাসনের যৌনপল্লীতে আসে। স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের বচসা শুরু হয়। সেই খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তখনই পুলিশের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সৌমেন নস্কর নামে এক সিভিক ভলান্টিয়ার। আহত দুই পুলিশ কর্মীকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷

Crime News : বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা-মা ও দুই সন্তানের দেহ, হাড়হিম করা ঘটনা নিউ জার্সিতে
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ১০টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাঁদের ব্যবহার করা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ৷

Siliguri News : মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি ছেলের, ‘চরম সাজা’ দিল বাবা
স্থানীয় বাসিন্দা বলেন, ‘PWD লেখা একটি গাড়িতে করে কয়েকজন বারুইপুরের যৌনপল্লীতে আসে। গাড়ি থেকে নেমে কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে তাদের সঙ্গে ওই যুবকদের বচসা হয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের উপর চড়াও হয় অভিযুক্তরা। স্থানীয়রা এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দোকানদার বলেন, ‘হঠাৎ করে এলাকা উত্তপ্ত হঠে। আমরা বুঝে ওঠার আগে হঠাৎ করে ভ্যান নিয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। একদল যুবকের সঙ্গে পুলিশের বচসা হয়। পুলিশকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এই ধরনের ঘটনায় এলাকালবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে শুনেছি পুলিশ অনেককে গ্রেফতার করেছে। পুলিশের গায়ে হাত তোলা উচিত না।’

ফলো করুন এই সময় ডিজিটাল। রইল লিঙ্ক : https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *