এই সময়: বেকারি সংস্থার ফ্র্যানচাইজ়ি নিতে চান তাহলে যোগাযোগ করুন- মাস খানেক আগে এমনই একটি ইমেল আসে সল্টলেকের একে ব্লকের বাসিন্দা অনিমেষ দত্তর কাছে। ইমেলে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তিনি। বলা হয়, ৫৫ হাজার টাকা আগাম জমা দিলেই মিলবে ফ্র্যানচাইজ়ি। সাতপাঁচ না-ভেবে ফোনের অন্য প্রান্তের ব্যক্তির দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন অনিমেষ। এরপরেই বন্ধ হয়ে যায় যোগাযোগ।
পুরো ঘটনার কথা জানিয়ে শনিবার রাতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অনিমেষের মতোই নামী বেকারি বা বিরিয়ানি সংস্থার ফ্র্যানচাইজ়ি খুলতে গিয়ে গত ছ’মাসে বিধাননগর কমিশনারেট এলাকায় অন্তত ন’জন প্রতারিত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই কায়দায় প্রতারণার অভিযোগে শনিবার রাতে গোপী শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
পুরো ঘটনার কথা জানিয়ে শনিবার রাতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অনিমেষের মতোই নামী বেকারি বা বিরিয়ানি সংস্থার ফ্র্যানচাইজ়ি খুলতে গিয়ে গত ছ’মাসে বিধাননগর কমিশনারেট এলাকায় অন্তত ন’জন প্রতারিত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই কায়দায় প্রতারণার অভিযোগে শনিবার রাতে গোপী শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
তদন্তকারীরা জানাচ্ছেন, সংস্থার লোগো জাল করে, আবার অনেক ক্ষেত্রে ভুয়ো ওয়েবসাইট খুলেও ফ্র্যানচাইজ়ির অফার দিচ্ছে প্রতারকরা। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, প্রতারকরা সবসময়ে নতুন পন্থা খোঁজে মানুষকে বোকা বানানোর জন্য। সবদিক যাচাই না-করে কাউকে বিশ্বাস করে বিনিয়োগ না-করার পরামর্শ দিচ্ছেন তিনি।
বিধাননগর কমিশনারেটের এক কর্তার বক্তব্য, ‘ফ্র্যানচাইজ়ি নেওয়ার হলে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার অফিসে যোগাযোগ করুন। শুধু ইমেল বা ফোনে কথার ভিত্তিতে টাকা দেবেন না।’