ভবনের সংস্কার
ইতিমধ্যে মালদা রবীন্দ্র ভবন সংস্কারের কাজ চলছে। আগামী জানুয়ারি মাসে কাজ শেষ করার লক্ষ্য। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের চার কোটি টাকা বরাদ্দে সংস্কার করা হচ্ছে মালদা জেলার অন্যতম প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন।সোমবার সকালে প্রেক্ষা গৃহের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া ও ইংরেজ বাজার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
সাজছে ভবন
আধুনিক রূপে সাজিয়ে তোলা হচ্ছে প্রেক্ষাগৃহটি। একসময় হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহের মধ্যে ছিল রবীন্দ্র ভবন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হত সেই রবীন্দ্র ভবনে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রবীন্দ্রভবন। গত কয়েক বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে রবীন্দ্রভবন সংস্কারের জন্য বরাদ্দ করা হয় চার কোটি টাকা। গত কয়েক বছর ধরে চলছে সেই সংস্কারের কাজ।
কী জানালেন পুর চেয়ারম্যান?
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ অর্থে রবীন্দ্র ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। আধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ। আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে কাজ। মানুষ নতুন সজ্জিত এই রবীন্দ্র ভবন উপভোগ করতে পারবেন।
মালদার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম সভাকক্ষ হল মালদা রবীন্দ্র ভবন। গত কয়েক বছর ধরেই এর সংস্কারের কাজ চলছে। বর্তমানে শহরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি অডিটোরিয়াম রয়েছে। তবে রবীন্দ্র ভবনের গরিমা ফিরিয়ে আনতে জোর কদমে শুরু হয় সংস্কারের কাজ। মালদা শহরের এই ঐতিহ্যশালী প্রেক্ষাগৃহকে নতুন রূপ দানের কাজ শুরু হয়। এর আগেও কয়েকবার মালদা রবীন্দ্র ভবনের কাজ খতিয়ে দেখেন ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তবে এবারে কাজ অনেকটাই এগিয়েছে বলে দাবি করেন তিনি। আর কয়েক মাসের মধ্যে ভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
সব খবর আগে পেতে চান? রইল এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A