Flat In New Town : টাকা নিয়ে মারামারি নিউ টাউনের অভিজাত আবাসনে – fight over money in elite housing in new town kolkata


এই সময়, রাজারহাট: উন্নত পরিষেবা ও নিরাপত্তার জন্য পর্যাপ্ত সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আবাসনের ভিতরের রাস্তা ও কমন এরিয়া সার্ভিসের জন্য মোটা টাকা চাওয়া হয়েছিল প্রত্যেক ফ্ল্যাটের মালিকের কাছ থেকে। অভিযোগ, অনেকেই সেই টাকা সময়ে দিতে পারেননি। অনেক ফ্ল্যাট মালিক টাকা দেওয়া নিয়ে টালবাহানাও করছিলেন। এ নিয়ে আবাসন সমিতির সঙ্গে বিরোধ চলছিল ফ্ল্যাট মালিকদের। যাঁরা এই টাকা চাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন, তাঁদের হেনস্থাও করা হচ্ছিল নিরাপত্তারক্ষী দিয়ে।

এমনই অভিযোগ উঠল নিউ টাউনের কারিগরি ভবন লাগোয়া একটি অভিজাত আবাসনে। অভিযোগ, আবাসনের এক বাসিন্দাকে মারধর করেন নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ ও ওই আবাসন সূত্রের খবর, ২১ তলা, ৫১টি টাওয়ারের ওই আবাসনে কয়েক হাজার পরিবারের বসবাস। আবাসনের পরিকাঠামো উন্নয়ন, মেরামতি ইত্যাদি খাতে প্রায় ৬০ কোটির টাকা বাজেট ধার্য করেছে বর্তমান পরিচালন সমিতি।

Suri Hospital : অপারেশন থিয়েটারে কাজ করবেন নিরাপত্তারক্ষীরা, ‘আজব’ সিদ্ধান্তে শোরগোল সিউড়ি হাসপাতালে
এর জন্য প্রতিটি ফ্ল্যাট মালিককে তিন থেকে চার লক্ষ টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ। সেই টাকা দিতে না পারলেই ফ্ল্যাটের দরজায় বারবার হানা দিচ্ছেন ওই আবাসনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। এমনকী যাঁদের টাকা বাকি, আবাসনে তাঁদের বাড়ির পরিচারিকা, গাড়ির চালকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে প্রতিবাদ করেন আবাসনের বাসিন্দা, পেশায় চিকিৎসক প্রবীণ কুমার।

অভিযোগ এর জেরে প্রবীণের ঘরের দরজায় বারবার নক করেন নিরাপত্তারক্ষীরা। দরজায় ধাক্কা মারা হয়। তাঁর স্ত্রীর সঙ্গেও খারাপ ব্যবহারও করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে ফ্ল্যাট থেকে বের করে এনে বেসমেন্টে মারধর করেন ১০-১২জন নিরাপত্তারক্ষী। পরে তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ অক্টোবর এই ঘটনা ঘটে।

Recruitment Scam : চাকরির লোভ দেখিয়ে টাকা, গ্রেফতার প্রাক্তন প্রধান শিক্ষিকা
পরের দিনই তিনি টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার পাল্টা প্রবীণের বিরুদ্ধে এইআইআর করেন নিরাপত্তারক্ষীরা। তাঁর মারে এক নিরাপত্তারক্ষীর দাঁত ভেঙেছে, এই অভিযোগ করা হয় পুলিশের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আবাসনের এক বাসিন্দা জানান, পরিচালন সমিতি যা খুশি, তাই করছে। পুরোনো নিরাপত্তারক্ষীদের পাল্টে গত বছর অন্য এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে।

ওই নিরাপত্তারক্ষীদের দিয়ে ঘুরিয়ে গুন্ডাগিরিও করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় এর প্রতিবাদে ওই আবাসনের বাসিন্দারা মোমবাতি মিছিল করেন। প্রতিক্রিয়া জানার জন্য আবাসন কমিটির সভাপতি পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এই ঘটনার জেরে ইতিমধ্যেই ওই আবাসনের পরিচালন সমিতির কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।

Kolkata Cyber Crime : শহরে অভিনব প্রতারণা, জালে গৃহবধূ! উইকএন্ড ট্রিপের স্বপ্নে টাকা হাপিস
তাঁদেরই একজন বলেন, ‘যেটা ঘটেছে, খুবই নিন্দনীয় ব্যাপার, আমরা একে সমর্থন করছি না। তবে মোমবাতি মিছিলকেও সমর্থন করছি না। পরিচালন সমিতিকে ছোট করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমনটা করা হচ্ছে।’

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *