দ্রুত গ্রেফতারের সম্ভাবনা
প্রসঙ্গত, বিভিন্ন সময় চলন্ত ট্রেনে চুরি ডাকাতি বা অন্য কোনও অপরাধের ঘটনা ঘটলে, বেশিরভাগ ক্ষেত্রেই সময় মতো রেল পুলিশের দেখা পাওয়া যায় না বলে যাত্রীদের মধ্যে থেকে অভিযোগ ওঠে। আবার অনেক সময় সংশ্লিষ্ট জিআরপি থানা তাদের এলাকায় অপরাধ হয়নি বলে দায় এড়ানোর চেষ্টা করে বলেও অভিযোগ তোলেন যাত্রীরা। এবার তাই এই ধরনের সমস্যার সমাধানেই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন রেল পুলিশের কর্তারা। এক্ষেত্রে রেল পুলিশ কর্তাদের দাবি, এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের হলে দ্রুত গ্রেফতার করা হবে করা সম্ভব হবে অভিযুক্তদের।
উন্নত প্রযুক্তির ব্যবহার
রেল পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এই অ্যাপের নকশা তৈরির ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাতে রয়েছে বিভিন্ন সুবিধা। অ্যাপে অভিযোগ জানানোর নির্দিষ্ট একটি প্রক্রিয়া থাকবে। সেখানে লিখতে হবে অভিযোগকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ট্রেন নম্বর, পিএনআর নম্বর, কী ধরনের অপরাধ কোথায় হয়েছে, অপরাধে কতজন সামিল ছিল-সহ সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়। আলাদা মনিটারিং রুম থেকে অ্যাপটি নিয়ন্ত্রণ করা হবে।
কী ভাবে কাজ করবে অ্যাপ?
অ্যাপে কেউ বার্তা পাঠালে, নজরদারির দায়িত্বে থাকা অফিসাররা সেটি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। তার ভিত্তিতে তাঁরা অবিলম্বে অভিযোগকারী রেল যাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট কোন জিআরপি থানায় অভিযোগ জানাতে হবে, সেটি বলে দেবেন। পাশাপাশি কন্ট্রোলরুমের অফিসাররা সংশ্লিষ্ট জিআরপিকে জানিয়ে দিতে পারবেন বিষয়টি। এরপর সেই ট্রেন পরবর্তী স্টেশনে পৌঁছনো মাত্র দ্রুত অভিযোগকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবেন সেখানকার জিআরপির আধিকারিকরা।
রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নবান্নে একটি প্রস্তাব পাঠিয়ে অ্যাপটি চালুর জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়। পাশাপাশি এর পরিকাঠামো তৈরি করতে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার আবেদনও জানিয়েছে রেল পুলিশ। কিন্তু মাস ছয়েক কেটে গেলেও, সেই বিষয়ে কোনও সদুত্তর আসেনি। তাই এবার তদ্বির করতে শুরু করেছেন রেল পুলিশের কর্তার।
রেলের আরও খবরের জন্য ফলো করুন ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A