Indian Railways,চলন্ত ট্রেনে অপরাধ দমনে অ্যাপ আনতে চায় রেল পুলিশ, এখনও সবুজ সঙ্কেত মেলেনি নবান্নের – railway police is planning to launch a app for passengers security


চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সবসময়ই মাথায় রাখে রেল কর্তৃপক্ষ। তার জন্য বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হয়। এবার চলন্ত ট্রেনে অপরাধের ঘটনা মোকাবিলায় অ্যাপ চালু করতে চায় রেল পুলিশ। তার জন্য ইতিমধ্যেই নবান্নে প্রস্তাবও পাঠানো হয়েছে। কিন্তু সেই প্রস্তাব নবান্নে ফাইলবন্দি হয়ে রয়েছে। আর অনুমোদন না আসায় সবকিছু চূড়ান্ত হয়েও কার্যত হাতগুটিয়ে বসে থাকতে হচ্ছে আধিকারিকদের, এমনটাই দাবি রেল পুলিশ সূত্রে। এবার তাই বিষয়টি নিয়ে নবান্নের শীর্ষমহলে তদ্বির করাও শুরু করেছেন কর্তারা। এক বেসরকারি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, এই অ্যাপ চালু করা গেলে যাত্রীদের কী কী সুবিধা হবে সেই বিষয়টি এখন বোঝানোর চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত সবুজ সঙ্কেত পাওয়া যেতে পারে বলে আশাবাদী রেল পুলিশ।

দ্রুত গ্রেফতারের সম্ভাবনা
প্রসঙ্গত, বিভিন্ন সময় চলন্ত ট্রেনে চুরি ডাকাতি বা অন্য কোনও অপরাধের ঘটনা ঘটলে, বেশিরভাগ ক্ষেত্রেই সময় মতো রেল পুলিশের দেখা পাওয়া যায় না বলে যাত্রীদের মধ্যে থেকে অভিযোগ ওঠে। আবার অনেক সময় সংশ্লিষ্ট জিআরপি থানা তাদের এলাকায় অপরাধ হয়নি বলে দায় এড়ানোর চেষ্টা করে বলেও অভিযোগ তোলেন যাত্রীরা। এবার তাই এই ধরনের সমস্যার সমাধানেই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন রেল পুলিশের কর্তারা। এক্ষেত্রে রেল পুলিশ কর্তাদের দাবি, এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের হলে দ্রুত গ্রেফতার করা হবে করা সম্ভব হবে অভিযুক্তদের।

Indian Railways: দূরপাল্লার ট্রেনের বেসিন, বাথরুমে 24 ঘণ্টা থাকবে জল! নয়া যন্ত্র বসাতে উদ্যোগী রেল
উন্নত প্রযুক্তির ব্যবহার
রেল পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এই অ্যাপের নকশা তৈরির ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাতে রয়েছে বিভিন্ন সুবিধা। অ্যাপে অভিযোগ জানানোর নির্দিষ্ট একটি প্রক্রিয়া থাকবে। সেখানে লিখতে হবে অভিযোগকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ট্রেন নম্বর, পিএনআর নম্বর, কী ধরনের অপরাধ কোথায় হয়েছে, অপরাধে কতজন সামিল ছিল-সহ সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়। আলাদা মনিটারিং রুম থেকে অ্যাপটি নিয়ন্ত্রণ করা হবে।

Sleeper Vande Bharat: প্রতিটি কামরায় থাকবে প্যান্ট্রি কার! স্লিপার বন্দে ভারতের ভিতরের লুক দেখে চমক
কী ভাবে কাজ করবে অ্যাপ?
অ্যাপে কেউ বার্তা পাঠালে, নজরদারির দায়িত্বে থাকা অফিসাররা সেটি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। তার ভিত্তিতে তাঁরা অবিলম্বে অভিযোগকারী রেল যাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট কোন জিআরপি থানায় অভিযোগ জানাতে হবে, সেটি বলে দেবেন। পাশাপাশি কন্ট্রোলরুমের অফিসাররা সংশ্লিষ্ট জিআরপিকে জানিয়ে দিতে পারবেন বিষয়টি। এরপর সেই ট্রেন পরবর্তী স্টেশনে পৌঁছনো মাত্র দ্রুত অভিযোগকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবেন সেখানকার জিআরপির আধিকারিকরা।

Kolkata Metro Ticket : পুজোর আগেই মেট্রোয় QR Code যুক্ত কাগজের টিকিট, কবে-কোথায় চালু?
রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নবান্নে একটি প্রস্তাব পাঠিয়ে অ্যাপটি চালুর জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়। পাশাপাশি এর পরিকাঠামো তৈরি করতে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার আবেদনও জানিয়েছে রেল পুলিশ। কিন্তু মাস ছয়েক কেটে গেলেও, সেই বিষয়ে কোনও সদুত্তর আসেনি। তাই এবার তদ্বির করতে শুরু করেছেন রেল পুলিশের কর্তার।

রেলের আরও খবরের জন্য ফলো করুন ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *