RG Kar Hospital : পদ গেল তৃণমূলের শান্তনুর! আরজিকরে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষই – rg kar hospital new principal sandip ghosh appointed by west bengal health department


RG Kar Hospital-এর অধ্যক্ষ পদে ফিরলেন সন্দীপ ঘোষ। দীর্ঘ টালবাহানার পর সন্দীপ ঘোষকে আর জি কর হাসপাতালে অধ্যক্ষ পদে ফেরার ব্যাপারে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। পাশাপশি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে।

RG Kar Medical College News : ময়না-তদন্তের আগেই মর্গের দেহ কর্মশালায়! আরজি করের তিন চিকিৎসককে তলব মানবাধিকার কমিশনের
ফিরলেন সন্দীপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ‌ সফরে যাওয়ার আগে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে বদলির নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। বদলির প্রতিবাদে এর আগে বিক্ষোভ দেখায় আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। সন্দীপ ঘোষকে না সরানোর দাবি তোলেন তাঁরা।

RG Kar Medical College : তৃতীয় দিনও অফিসে বাধা নতুন অধ্যক্ষকে, হাসপাতালের রোগী-পরিষেবাও ব্যাহত!
একাধিকবার বদলি

সন্দীপ ঘোষকে এর আগেও একাধিকবার বদলি করা হয়েছিল। তার পরিবর্তে উলুবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎ ঘোষকে আনা হয়েছিল। পরে ফের অধ্যক্ষ পদে ফেরত আনা হয় তাঁকে। কিছুদিন আগেই সন্দীপ ঘোষকে বদলি করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থপেডিক্স বিভাগে পাঠানো হয়েছিল। ফের ফিরিয়ে আনা হল তাঁকে।

RG Kar Medical College : যাদবপুরের পর এবার আরজি কর, হস্টেলের প্রাক্তন আবাসিকের নামে র‍্যাগিং-এর অভিযোগ
একাধিক অভিযোগ

এর আগে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। চিকিৎসার সরঞ্জাম কেনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ থেকে হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত একাধিক বিষয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সংসদ শান্তনু সেন জানিয়েছিলেন, সরকারের নির্দেশ মেনে চলা উচিত।

R G Kar Medical College Video : এবার আরজি কর! ‘অবসাদে আত্মঘাতী’ ডাক্তারি পড়ুয়া?

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বদল

এবার আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও সরানো হল শান্তনু সেনকে। রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। উল্লেখ্য, অধ্যক্ষকে বদলি করার পরেই সন্দীপ ঘোষ সমর্থিত এক দল পড়ুয়া আন্দোলন শুরু করে। মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ। অবশেষে সন্দীপ ঘোষকে ফের আর জি কর হাসপাতালে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, শান্তনু সেন হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনা হচ্ছিল। যার জেরেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে তাঁকে বদলি করা হয়েছিল বলে মনে করছেন অনেকে।

প্রতি মুহূর্তের নতুন খবর আপডেট চান দ্রুত? রইল এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *