Shashi Panja on Sukanta Majumdar : ‘বাংলার মানুষকে পিছন থেকে ছুরি মারছেন…’, সুকান্তকে আক্রমণ তৃণমূল মন্ত্রীর – shashi panja claimed sukanta majumdar responsible for blocking mgnrega dues for west bengal


অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর। একশো দিনের কাজে বঞ্চিত সাধারণ মানুষকে ফোন করতে বলেছিলেন সরাসরি সুকান্ত মজুমদারকে। মানুষ ফোন করে আদতে বকেয়া ফেরত না দেওয়ার কথা বলছেন বলে একের পর এক হোয়াটস্যাপ চ্যাটের স্ক্রিন শটের ভিডিয়ো শেয়ার করছেন বিজেপি রাজ্য সভাপতি। পালটা প্রতিবাদ তৃণমূল মন্ত্রীর।

Sukanta Majumdar : ‘ফাঁস’ হওয়া নম্বরে ফোন এলে কেন্দ্রের প্রচার করবেন সুকান্ত, কটাক্ষ তৃণমূলের
সুকান্ত মজুমদারের অভিযোগ

রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় ধরনা শুরু করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানেই শনিবার জন সাধারণের উদ্দেশে প্রকাশ্যে আনেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর। সেই অস্ত্রকেই পালটা বুমেরাং হিসেবে ব্যবহার শুরু করেছেন সুকান্ত। একের পর এক মানুষ তাঁকে ফোন করে বকেয়া ফেরত দিতে বারণ করছেন, এমনই কিছু হোয়াটস্যাপ চ্যাটের স্ক্রিন শটের ভিডিয়ো প্রকাশ্যে আনছেন তিনি।

পালটা অভিযোগ শশী পাঁজার

সুকান্ত মজুমদারের এই ভিডিয়ো প্রকাশের বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা। তাঁর বক্তব্য, এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে বাংলার বকেয়া টাকা আটকে রাখার ব্যাপারে সুকান্ত মজুমদারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। বাংলার মানুষকে ‘পিছন থেকে ছুরি’ মারছেন তিনি বলে দাবি করেন তৃণমূলের মন্ত্রী।
এর আগে সুকান্ত এক্স হ্যান্ডেলে জানান, মানুষ জানে সব বোঝে। তাই তাঁরা আমার নম্বর পেয়ে স্বতস্ফূর্ত ভাবে জানাচ্ছেন, চোরদের ব্যাপারে তাঁদের মতামত। কিছু অডিও ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, ‘দেখুন, হাসুন আর আনন্দ নিন।’

‘চোরেদের টাকা দেবেন না’! সুকান্তকে ফোন

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

অন্যদিকে, আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় বঞ্চনার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই বৈঠকের পর অভিষেক জানান, আজ, আমাদের প্রতিনিধিদল MGNREGA এবং আবাস যোজনার তহবিল অবিলম্বে মুক্তির দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। অভিষেকের দাবি, 24 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য রাজ্যপাল প্রতিশ্রুতি রক্ষা করছেন।

বিজেপিকে পালটা হুঁশিয়ারি

যদিও, এদিন 31 অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দিয়েছেন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে। কেন্দ্র এ বিষয়ে বিলম্ব করলে তৃণমূল কংগ্রেস বকেয়া MGNREGA মজুরি দিতে প্রস্তুত। তবে 31 অক্টোবরের মধ্যে কোনও সিদ্ধান্ত না জানানো হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও জোরালো প্রতিবাদ শুরু হবে বলে জানান তিনি।

নতুন খবর আপডেট চান? রইল এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *