Bengali Scientist : নাসার বিশেষ পুরস্কার পেলেন বাঙালি বিজ্ঞানী, ডাক পড়বে প্রধানমন্ত্রীর নতুন মিশনেও – bengali scientist goutam chatterjee felicitated by jet propulsion laboratory leadership award by nasa good news


চন্দ্রযান ৩ মিশনে কামাল করে দেখিয়েছিলেন বাঙালি বিজ্ঞানীরা। এবার নাসার বিশেষ পুরস্কারে সন্মানিত হলেন এক বাঙালি বিজ্ঞানী। নাসায় কর্মরত অবস্থায় বিজ্ঞানী হিসেবে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হল হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায়কে।

ISRO Scientist : মহিলা বিজ্ঞানীদের ক্ষেত্রে কতটা উদার ইসরো? মুখ খুললেন আদিত্য এল১-এর প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি
কী জানা যাচ্ছে?

নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে বছরের সাত মাস বিভিন্ন দেশে ঘোরেন তিনি। কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায় পেলেন নাসার পুরস্কার। নাসায় কর্মরত বাঙালী বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এ বছর নাসা ‘জেট প্রোপালসান ল্যাবরেটরি’-২০২৩ এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড-এ সন্মানিত হয়েছেন। যা গোটা দেশের কাছে গর্বের। গর্বিত তাঁর পরিবারও।

ছোট থেকেই মেধাবী

পরিবার সূত্রে জানা গিয়েছে, হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোট বয়স থেকেই মেধাবী ছাত্র ছিলেন। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন। এরপর শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তোর। তারপরে সেখান থেকে আমেরিকায় পাড়ি দেন গবেষণা করতে। শেষ ১২ বছর ধরে তিনি কর্মরত নাসাতে।

Female Scientists In India : চন্দ্রযান-৩ থেকে টেস্টটিউব বেবি, দেশের গর্ব এই মহিলা বিজ্ঞানীদের চিনে নিন
পরিবার কী জানাচ্ছে?

বিজ্ঞানীর সাফল্যে খুশি তাঁর পরিবার, পরিজন থেকে এলাকার বাসিন্দারা সকলে। নবগ্রামের ৮ নম্বর শ্যামাপ্রসাদ রোডের বাড়িতে চারবোন ও দুই ভাই মিলে ছোটোবেলা কেটেছে বিজ্ঞানীর। খেলাধূলাতেও পারদর্শী ছিলেন তিনি।

কেন এই পুরস্কার?

নাসা প্রতিবছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষ ভাবে সন্মানিত করে থাকে। সেইমতো এই বছর নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই বিশেষ লিডারশিপ অ্যাওয়ার্ডে সন্মানিত করা হয়েছে। সেই পুরস্কারে সন্মানিত হলেন গৌতম চট্টোপাধ্যায়ও।

Palestine vs Israel War: অ্যালজাইমার্স নিয়ে গবেষণার কাজে ইজরায়েলে, যুদ্ধে আটকে বাড়ি ফেরা অনিশ্চিত বাঙালি গবেষকের
ভাই কী বলছেন?

দাদার প্রসঙ্গে তাঁর পিসতুতো ভাই কৌশিক চট্টোপাধ্যায় জানান, শেষ দুই দিন আগেই তাঁর কথা হয়েছে দাদার সঙ্গে। দাদা তাঁকে জানিয়েছেন, ডিসেম্বরে তিনি বাড়ি ফিরবেন। প্রতিদিন সময় পেলেই বাড়িতে ফোন করে খোঁজ নেন বাড়ির সবাই কেমন আছেন? বাড়ি এলে পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এত বড় জায়গায় রয়েছেন কিন্তু খুবই সাধারণভাবে থাকেন। প্রধানমন্ত্রী একটি মিশন লঞ্চ করতে চলেছেন, সেই টিমে সদস্য হবেন দাদা বলে জানান কৌশিক চট্টোপাধ্যায়। ভারতের চন্দ্রযান মিশনের পরেও উঠে আসে একের পর এক বাংলার কৃতি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারের নাম। ফের একবার বাঙালি বিজ্ঞানীর সাফল্যে গর্বিত হতে চলেছে গোটা দেশ। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের এই সাফল্য যথেষ্ট অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল আপনাদের জন্য। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *