Bhagirathi Milk Union : ভাগীরথী কর্তৃপক্ষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ – allegation of conspiracy against bhagirathi authorities protest by throwing milk on the road in baharampur


এই সময়, বহরমপুর: তিন দিন ধরে রাতের দুধ কেনা বন্ধ করে দিয়েছে বহরমপুরের ভাগীরথী মিল্ক ইউনিয়ন। প্রতিবাদে মঙ্গলবার বহরমপুরের সাঁটুইতে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখালেন চাষিরা। এই ঘটনার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Murshidabad News: যত কাণ্ড ভাগীরথীতে! দুগ্ধ সমবায় নিয়ে তুলকালাম মুর্শিদাবাদে
তিন দিন আগে রাতের দুধ সংগ্রহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর। সেই বিজ্ঞপ্তিতে সমবায় সমিতিগুলিকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগের জন্য বিক্রি কমে যাওয়ায় অতিরিক্ত দুধ ডেয়ারিতে জমে যাচ্ছে। এবং ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে তিন দিন কোনও রাত্রিকালীন দুধ সংগ্রহ করা হবে না।

NBSTC Bus : পুজোর মুখে ‘বোনাস’, কমল পরিবহন কর্মীদের বেতন! তুমুল বিক্ষোভ
প্রতিবাদে মঙ্গলবার রাজ্যসড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখান চাষিরা। ভাগীরথীতে দুধ সরবরাহকারী চাষি প্রভাত ঘোষ বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে আমাদের তিন দিনের সব দুধ নষ্ট হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে বাইরের ব্যবসায়ীদের থেকে দুধ নেওয়া হচ্ছে। আমাদের রুজি রোজগার সব বন্ধ। আমরা এটা মেনে নেব না।’

BJP West Bengal : বিজেপির মিছিলে উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রণক্ষেত্র আসানসোলে
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিকে মুর্শিদাবাদ জেলার গোপালকরাই তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁদের সঙ্গেই দুর্নীতি করা হচ্ছে। ষড়যন্ত্র করে ভাগীরথীকে অলাভজনক সংস্থায় পরিণত করে বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।’

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *