Digha Beach : পুজোর মরশুমে দিঘায় দুর্ঘটনা এড়াতে আরও তৎপরতা, পথে নামল পুলিশ – safe drive save life program from police in digha to prevent accident ahead of durga puja 2023


রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় সারাবছর পর্যটকদের আনাগোনা থাকলেও উৎসবের দিনগুলিতে সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। এবার তাই পুজোয় আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে দিঘা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। দিঘা ও দিঘা মোহানা থানার যৌথ উদ্যোগে সৈকত শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতনতা কর্মসূচি
একটি পথসভার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিএসপি ডিঅ্যান্ডটি রথীন্দ্রনাথ বিশ্বাস। এছাড়া ও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর পবিত্র গঙ্গোপাধ্যায়, দিঘার ট্রাফিক ইন্সপেক্টর দিব্যেন্দু মিশ্র, দিঘা মোহনা থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা। সিভিক ভলেন্টিয়ার্স ও অফিসাররা বেশ কিছুটা পথ পায়ে হেঁটে এই প্রচারসূচি পালন করে। এদিন অলঙ্কারপুর থেকে মিছিল করে গোটা দিঘা শহর পরিক্রমা করা হয়। সেই সঙ্গে পথচলতি মানুষদেরও সচেতন করা হয় এই ব়্যালির মাধ্যমে।

Safe Drive Save Life

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

Digha : দিঘার উপকূলে রাবণের কূলের অধিষ্ঠাত্রী দেবী লঙ্কেশ্বরীর পুজো

ফের চালু সেফ ড্রাইভ সেভ লাইফ
প্রসঙ্গত রাজ্য সরকারের এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারের মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের একাংশের। তবে কয়েক মাস ধরে বন্ধ ছিল সেই কর্মসূচি। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় আবার নতুন করে এই কর্মসূচি চালু করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক সিগনাল মেনে চলা, গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট এং সিটবেল্ট ব্যবহার-সহ বেশকিছু বিষয়ে পুনরায় সচেতন করা হয় মানুষকে।

Digha Sea Beach : ঝলমলে আকাশ দিঘায়, ভিড় বাড়ছে পর্যটকদের! দুর্যোগের বঙ্গে সৈকতে ভিন্ন ছবি

Safe Drive Save Life

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান

লাগাতার চলবে সচেতনতামূলক কর্মসূচি
এদিন গাড়িচালক ও পথচলতি মানুষকে যে ভাবে সচেতন করা হয় তেমনই দুর্ঘটনা কী ভাবে এড়ানো যায় এবং রাস্তা পারাপারের সময় কী কী নিয়ম বা সতর্কতা মেনে চলা উচিত সেই বিষয়গুলি প্রজক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। সেই সঙ্গে বাসচালক বা যে সমস্ত পর্যটকরা দিঘা উপস্থিত রয়েছে, তাদের সচেতনতার বার্তা দেন ট্রাফিক কর্তারা। এককথায় স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই যাতে, ট্রাফিক নিয়ম মেনে চলেন তা জনসমক্ষে তুলে ধরা হয়। আগামী কয়েকদিন ধরে এই ধরণের সচেতনামূলক প্রচার দিঘা পর্যটন এলাকাজুড়ে চালান হবে বলে জানান পুলিশ। যেহেতু সামনেই পুজো, তাই এই ধরণের সচেতনতামূলক কর্মসূচিক মাধ্যমে মানুষের সুবিধা হবে বলেই মনে করছেন পুলিশ-প্রশাসনের কর্তারা।

দিঘার অন্যান্য খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *