সচেতনতা কর্মসূচি
একটি পথসভার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিএসপি ডিঅ্যান্ডটি রথীন্দ্রনাথ বিশ্বাস। এছাড়া ও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর পবিত্র গঙ্গোপাধ্যায়, দিঘার ট্রাফিক ইন্সপেক্টর দিব্যেন্দু মিশ্র, দিঘা মোহনা থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা। সিভিক ভলেন্টিয়ার্স ও অফিসাররা বেশ কিছুটা পথ পায়ে হেঁটে এই প্রচারসূচি পালন করে। এদিন অলঙ্কারপুর থেকে মিছিল করে গোটা দিঘা শহর পরিক্রমা করা হয়। সেই সঙ্গে পথচলতি মানুষদেরও সচেতন করা হয় এই ব়্যালির মাধ্যমে।

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
ফের চালু সেফ ড্রাইভ সেভ লাইফ
প্রসঙ্গত রাজ্য সরকারের এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারের মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের একাংশের। তবে কয়েক মাস ধরে বন্ধ ছিল সেই কর্মসূচি। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় আবার নতুন করে এই কর্মসূচি চালু করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক সিগনাল মেনে চলা, গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট এং সিটবেল্ট ব্যবহার-সহ বেশকিছু বিষয়ে পুনরায় সচেতন করা হয় মানুষকে।

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান
লাগাতার চলবে সচেতনতামূলক কর্মসূচি
এদিন গাড়িচালক ও পথচলতি মানুষকে যে ভাবে সচেতন করা হয় তেমনই দুর্ঘটনা কী ভাবে এড়ানো যায় এবং রাস্তা পারাপারের সময় কী কী নিয়ম বা সতর্কতা মেনে চলা উচিত সেই বিষয়গুলি প্রজক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। সেই সঙ্গে বাসচালক বা যে সমস্ত পর্যটকরা দিঘা উপস্থিত রয়েছে, তাদের সচেতনতার বার্তা দেন ট্রাফিক কর্তারা। এককথায় স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই যাতে, ট্রাফিক নিয়ম মেনে চলেন তা জনসমক্ষে তুলে ধরা হয়। আগামী কয়েকদিন ধরে এই ধরণের সচেতনামূলক প্রচার দিঘা পর্যটন এলাকাজুড়ে চালান হবে বলে জানান পুলিশ। যেহেতু সামনেই পুজো, তাই এই ধরণের সচেতনতামূলক কর্মসূচিক মাধ্যমে মানুষের সুবিধা হবে বলেই মনে করছেন পুলিশ-প্রশাসনের কর্তারা।
দিঘার অন্যান্য খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A