Durga Puja Carnival: কলকাতার ধাঁচে পুজো কার্নিভাল আসানসোলেও, বৈঠকের পর রুট ও তারিখ চূড়ান্ত – asansol will arrange durga puja carnival like kolkata red road


কলকাতার ধাঁচে এবার আসানসোলেও হতে চলেছে দুর্গা পুজোর কার্নিভ্যাল। আগামী ২৬ অক্টোবর আসানসোল শহরে এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। আসানসোলের প্রাণকেন্দ্র বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত রাস্তায় এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। এই পুজো কার্নিভ্যালে আসানসোলের সমস্ত পুজো কমিটি গুলি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

বুধবার আসানসোলের সার্কিট হাউস একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই পুজো কার্নিভ্যাল নিয়ে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ,পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ও ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Durga Puja Carnival 2023 : এবারেও হুগলিতে পুজো কার্নিভাল, কবে-কোন পথে শোভাযাত্রা?
আসানসোলের সংসদ শত্রুঘ্ন সিনহার পৌরহিত্যে এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। এই পুজো কার্নিভ্যালের চেয়ারম্যান করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। পাশাপাশি কো-কনভেনার করা হয়েছে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে। বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক জানান, ‘আগামী ২৬ অক্টোবর আসানসোলে পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। কলকাতার পুজো কার্নিভ্যাল বিশ্ববন্দিত হয়েছে এবার সেই রকম ভাবেই আসানসোলেও পুজো কার্নিভ্যাল হবে। আসানসোলের রবীন্দ্র ভবন থেকে বিএনআর মোড় হয়ে ভগৎ সিংহ মোড় পর্যন্ত রাস্তায় এই পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।’

Asansol News: উৎসবের মরশুমে অপরাধ রুখতে শহরের রাস্তায় এবার বুলেট বাহিনী
আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, ‘আমাদের সৌভাগ্য আমরা এই কার্নিভ্যাল দেখতে পাব। এতদিন পর্যন্ত আসানসোলের মানুষ টিভিতে এই কার্নিভ্যাল দেখত, এবার নিজের চোখে মানুষ চাক্ষুষ করবে এই কার্নিভ্যাল। দুর্গাপূজো নিয়ে মানুষের উৎসাহ আরও বাড়বে এবং মানুষ আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবে।’

Mamata Banerjee Durga Puja: এখনও সারেনি চোট! মহালয়ার আগেই ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আসানসোলই প্রথম নয়, আরও অনেক জেলাতেই ইতিমধ্যে শুরু হয়েছে কার্নিভ্যাল। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফে হেরিটেজ তালিকায় স্বীকৃতির পর গত বছর রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এবার প্রত্যেক জেলায় এই কার্নিভাল হবে। সেই মতো গত বছরই কার্নিভালের আয়োজন করে চুঁচু়ড়া।

দুর্গাপুজোর সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *