Hooghly News Today : পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা, পোলবায় বিডিও অফিসে তোলপাড় – man tried to commit suicide by hit himself by knife at hooghly polba


নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা পোলবা বিডিও অফিসের কর্মির! আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে পোলবা ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা
পুলিশ সূত্রে জানা গেছে, পোলবা বিডিও অফিসের চতুর্থ শ্রেণির কর্মী শঙ্কর রুইদাস মূলক ঢ্যাঁড়া পেটানোর কাজ করেন। বুধবার অফিসের ভিতর তাঁকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্যান্য কর্মীরা। তাঁর হাতের পাশে একটি ফল কাটার ছুরি পরে ছিল। প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। পরে স্থানান্তরিত করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে।

Uttar 24 Pargana News : খড়দায় স্ত্রীকে নলি কেটে খুনের পর আত্মঘাতী স্বামী, মোটিভ খুঁজছে পুলিশ
নেপথ্যে পারিবারিক অশান্তি?
পোলবা থানার পুলিশ সূত্রে খবর, ওই কর্মীর বাড়ি দাদপুর থানার তালচিনান গ্রামে। গত তিন চার দিন অফিসে দেখা যায়নি তাঁকে। এরপর এদিন অফিসে এসে এই কাণ্ড ঘটনা। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা বলে অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ।
Howrah News: ডান্স ফ্লোরের মালিক হাওড়ার প্রোমোটারের রহস্য মৃত্যু, বাড়ির নীচেই মিলল ব্যবসায়ীর নগ্ন মৃতদেহ
ফাঁকা ঘরে এই ঘটনা
এই বিষয়ে বিডিও অফিসের ডেপুটি সেক্রেটারি অরূপ দাস বলেন, ‘আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিসিডব্লু অফিসার নিজের ঘর খুলে দেখেন শঙ্কর খালি গায়ে প্যান্ট পরা অবস্থায় শুয়ে রয়েছে। নাভির কাছ থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার পাশে পড়ে রয়েছে ছুরি। তাঁকে উদ্ধার করে পোলবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোকেদেরও খবর দেওয়া। ঘরে কেউ ছিল না। মনে করা হচ্ছে তিনি নিজেই ছুরি ঢুকিয়েছেন। গত চার দিন তিনি অফিসে আসেননি। তবে সঠিক কী কারনে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা বলা যাচ্ছে না।’

World Suicide Prevention Day : পড়ুয়াদের মধ্যে বাড়ছে আত্মহত্যার ঘটনা! ঠেকাতে স্কুলে যাবেন মনোবিদরা
পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তানসেন আলি মণ্ডল বলেন, শঙ্কর রুইদাসকে ঢাকি হিসেবে নিয়োগ করা হয়েছিল। ঢাকির প্রচলন না থাকায় তিনি অফিসের কাজকর্ম করতেন। আজ BCW সাহেবের ঘরে খুলে দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শঙ্কর। তবে কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা এখনই বলা যাচ্ছে না।

গিরীশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে হয়রানির শিকার যাত্রীরা
যা বলছেন স্ত্রী…

এদিকে শঙ্করের স্ত্রী শেফালী রুইদাস বলেন, ‘পেটের সমস্যা আছে,মাঝে মধ্যেই পেটে যন্ত্রনা হয়। পেটে যন্ত্রনা হলে মাথা গরম করে ফেলে। তারপর নিজের শরীরে আঘাত করে। গতবছরও দেওয়ালে নিজের মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করেছিল।’ বর্তমানে চিকিৎসা চলছে তাঁর।

হুগলির অন্যান্য খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *