Howrah News : ছেলেকে বকুনি দেন শিক্ষক! কলার ধরে টেনে হেনস্থা বাবার, হইচই হাওড়ার স্কুলে – howrah primary school teacher allegedly assaulted by students guardian


ফের এক শিক্ষককে হেনস্থা করার অভিযোগ। শিক্ষকের কলার ধরে টেনে হেনস্থা করার অভিযোগ উঠল হাওড়ার এক স্কুলে। ঘটনায় অভিযুক্ত এক অভিভাবক। এক ছাত্রকে বকার জন্য অভিভাবক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। এমনকি, ওই শিক্ষককে মারধর করার চেষ্টা হয় বলেও জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Howrah News: ডান্স ফ্লোরের মালিক হাওড়ার প্রোমোটারের রহস্য মৃত্যু, বাড়ির নীচেই মিলল ব্যবসায়ীর নগ্ন মৃতদেহ
কী জানা যাচ্ছে?

কিছুদিন আগেই ক্লাসে ছাত্রকে শাসন করার অপরাধে শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল। ইংরেজি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাসকে মারধরের ঘটনার পর আবার একই অপরাধে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকে কলার ধরে হেনস্থা করার অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনান থানার বাইনান কড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে।

Kolkata Police : ফোন চুরির ১৫ মিনিটেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৪২ হাজার, নতুন চক্র কলকাতায়! সতর্কবার্তা পুলিশের
পুলিশ কী জানাচ্ছে?

অভিযুক্ত অভিভাবক মারুফ মোল্লার বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার প্রথম শ্রেণির ওই ছাত্র ক্লাস চলাকালীন অন্য এক ছাত্রকে উত্যক্ত করছিল। সেই সময় শিক্ষক শান্তনু মাইতি ওই ছাত্রকে সামান্য বকাঝকা করে। স্কুলের শেষে ছাত্রটি বাড়ি ফিরে তার বাবাকে শিক্ষকের নামে অভিযোগ করে। অভিযোগ, এরপর বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে এসে শান্তনু মাইতিকে হেনস্থা করে ছাত্রের অভিভাবক।

Kolkata To Dhaka Bus : এক বাসেই কলকাতা থেকে ঢাকা? জানুন ভাড়া-টাইমটেবিল
আক্রান্ত শিক্ষক কী জানালেন?

আক্রান্ত শিক্ষক শান্তনু মাইতি জানান মঙ্গলবার ওই ছাত্র ক্লাসে অন্য ছাত্রকে বিরক্ত করছিল। আমি ওকে সামান্য বকেছিলাম। আর তারপরেই বুধবার সকাল ১১টা নাগাদ ক্লাস করানোর সময় একটি কাঠের বাটাম নিয়ে ওই ছাত্রের অভিভাবক মারুফ মোল্লা ক্লাসে প্রবেশ করে। তিনি অভিযোগ করেন, ‘কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত অভিভাবক আমার কলার ধরে আমাকে হেনস্থা করার পাশাপাশি আমাকে কাঠের বাটাম দিয়ে মারতে উদ্যত হয়।’

Kolkata Metro : মেট্রোয় চালু QR Code যুক্ত কাগজের টিকিট, আপগ্রেড হল গেটগুলিও

তিনি জানান, যদিও সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্য শিক্ষিক ক্লাসে প্রবেশ করায় ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। শান্তনু বাবু জানান, তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়, এর আগে ৪ বার ওই ব্যাক্তি বিদ্যালয়ে ঢুকে আমাদের নানাভাবে হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সব খবর আগে চান? জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *