Kharagpur IIT : টানা ৩ বছর! স্ট্যানফোর্ডের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় হ্যাটট্রিক সবং-এর ভূমিপুত্রর – bengali scientist kharagpur iit alumni chinmay chakraborty enlisted third time in best scientist list by stanford university


ফের শ্রেষ্ঠত্বের শিরোপা বাঙালি বিজ্ঞানীর! পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত সবংয়ের ভূমিপুত্র গবেষক জায়গা পেলেন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায়। টানা ৩ বছর শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন IIT Kharagpur-এর প্রাক্তনীর। গবেষক চিন্ময় চক্রবর্তীর কৃতিত্বে গর্বিত গোটা দেশ।

Bengali Scientist : নাসার বিশেষ পুরস্কার পেলেন বাঙালি বিজ্ঞানী, ডাক পড়বে প্রধানমন্ত্রীর নতুন মিশনেও
কী জানা যাচ্ছে?

সদ্য প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও জায়গা পেলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘ভূমিপুত্র’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী। এ নিয়ে টানা ৩ বছর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেলেন। গত ৪ অক্টোবর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, গবেষণামূলক বিষয়ের ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করা হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র তরফে। ২০২১, ২০২২-র পর এবারও সেই তালিকায় জায়গা পেয়েছেন আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনী। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করছেন।

ISRO Scientist : মহিলা বিজ্ঞানীদের ক্ষেত্রে কতটা উদার ইসরো? মুখ খুললেন আদিত্য এল১-এর প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি
কীভাবে এগোলেন তিনি?

পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পানিথর গ্রামের বাসিন্দা অধ্যাপক চিন্ময় চক্রবর্তী ১৯৯৯ সালে পিংলার কড়কাই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং ২০০১ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। প্রথম থেকেই মেধাবী চিন্ময় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেন। এরপর, খড়্গপুর আইআইটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর রিসার্চ করেন এবং ফেডারেল ইউনিভার্সিটি অফ পিয়াও, ব্রাজিল থেকে পোস্ট ডক্টরেট করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। চলতি বছরই তিনি ফেলোশিপের মাধ্যমে গবেষণার জন্য ইউরোপে যান।

Female Scientists In India : চন্দ্রযান-৩ থেকে টেস্টটিউব বেবি, দেশের গর্ব এই মহিলা বিজ্ঞানীদের চিনে নিন
গ্রামীণ স্বাস্থ্য নিয়ে কাজ

বছর ৪০-এর অধ্যাপক চিন্ময় চক্রবর্তী গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উপর উন্নত প্রযুক্তির প্রয়োগ বিষয়ে গবেষণা করে চলেছেন। চলতি বছরের অগাস্ট মাসে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আয়োজিত একটি কর্মশালাতে এই বিষয়ে প্রধান বক্তাও ছিলেন তিনি। পাশাপাশি, লউসিয়ানা স্টেট ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকা, আইআইটি খড়্গপুর এবং IISER, কলকাতার সঙ্গে নানা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন চিন্ময়। চলতি বছরের জুন মাসে ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (গভর্মেন্ট অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে তাঁকে ‘প্রমিনেন্ট ইয়ং রিসার্চার’ অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছে।

Air Pollution : দূষণ রুখতে পথ দেখাবে বঙ্গসন্তানের তৈরি গ্যাজেট
কী তাঁর গবেষণা?

ব্যস্ততা এবং আর্থিক টানাপোড়েনের এই যুগে ‘টেলিমেডিসিন’ ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশের বিখ্যাত হাসপাতাল থেকেও যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন সেই বিষয়েই নিরন্তর নিজের গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘গর্ব’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী।

সব খবর জানতে চাইলে জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *