Kolkata Police : ফোন চুরির ১৫ মিনিটেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৪২ হাজার, নতুন চক্র কলকাতায়! সতর্কবার্তা পুলিশের – kolkata police awareness about new types of mobile snatchers of bus passengers for thefting money from upi app


Kolkata News : বাসে জানলার ধারে বসে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরছেন। অবসরে মোবাইল বের করে ঘাঁটতে শুরু করলেন কিছুক্ষণের জন্য। কপালে আপনার শনি নাচছে! তখনও ঠাওর করতে পারেননি। হুশ করে বাসের পাশ দিয়ে যাওয়া কোনও বাইক আরোহী (দুষ্কৃতী) ফোন নিয়ে চম্পট দিতে পারে। ক্ষতি শুধু ফোনের নয়, কয়েক মিনিটের মধ্যেই আপনার ফোনের ইউপিআই অ্যাপে লগ ইন, পাসওয়ার্ড সেভ থাকলে টাকাও গায়েব হবে নিমেষে। এমনই কিছু ঘটনার অভিযোগ এসেছে কলকাতা পুলিশের কাছে।

Kolkata Latest News : ফাঁকা ফ্ল্যাটে পার্টি, সহকর্মীকে ধর্ষণের অভিযোগ! নিউটাউনে গ্রেফতার ৩
কী জানা যাচ্ছে?

সম্প্রতি কেষ্টপুরের এক বাসিন্দা শঙ্কর ঘোষ অভিযোগ দায়ের করেছেন মোবাইল ছিনতাই হয়ে যাওয়ার। তবে একটি অভিযোগ নয়, তিনি দুটি অভিযোগ দায়ের করেছেন, নিউ আলিপুর থানায় এবং বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছেও। মোবাইল ছিনতাই হওয়ার পনেরো মিনিটের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে উবে যায় ৪২ হাজার টাকা।

Cyber Crime in Kolkata : কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা, FBI-র অভিযোগের ভিত্তিতে ধৃত মাস্টারমাইন্ড
কী করে হল ছিনতাই?

অভিযোগকারী জানিয়েছেন, তিনি প্রায় ফাঁকা একটি বাসে নিজের বাড়ি ফিরছিলেন। বেহালায় তাঁর অফিস রয়েছে। সেখান থেকেই বাসে ফিরছিলেন তিনি। হঠাৎ নিউ আলিপুর আইল্যান্ডের কাছে তাঁর মোবাইলটি বাসের জানলা দিয়ে হাত বাড়িয়ে ছিনিয়ে নেওয়া হয়। সেই সময় মোবাইলে তিনি একটি মেসেজ টাইপ করছিলেন।

টাকা উধাও অ্যাকাউন্ট থেকে

বেশ কিছুক্ষণ বাদে নতুন ফোনে নতুন সিম কার্ড লাগানোর পর তিনি বুঝতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরেই তিনি নিউ আলিপুর ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তিনি ফোনে পাসওয়ার্ড সেভ করে রাখেননি। সেটি কোনওভাবে হ্যাক করা হয়েছে বলে দাবি করেন তিনি। সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীর খোঁজ চালানো হচ্ছে।

Kolkata Police : পুজোর পার্সেল দেওয়ার নামে প্রতারণা, ‘টার্গেট’ মহিলারা! সতর্ক করল পুলিশ
পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র মোবাইল সেট চুরির জন্য নয়, সেখান থেকে ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলে নেওয়ার জন্যেও এখন মোবাইল ছিনতাই করা হচ্ছে। নিউ আলিপুর থেকে বন্দর এলাকার মধ্যে এরকম একটি চক্র কাজ করছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মোবাইল ফোন যাতে কোনওভাবে ইপিআই পাসওয়ার্ড বা লগ ইন আইডি সেভ করে না রাখা হয়, সে ব্যাপারেও সতর্কতা জারি করছে সাইবার ক্রাইম পুলিশ। সাধারণত, সিগন্যালে আটকে থাকা বাস, ট্রামের যাত্রীদের টার্গেট করেই এই ছিনতাইবাজ চক্র কাজ চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

সব খবর সবার আগে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল থেকে। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *