অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে বিশেষ পার্টিতে বা প্রকাশ্যে দেখা যায় না (Rani Mukerji)। কিন্তু যখনই সামনে আসেন, ক্যামেরার ঝলকানি থামতেই চায় না। বুধবার এয়ারপোর্টে বেশ তাড়াতাতেই ছিলেন রানি। কিন্তু তারই মধ্যে মিষ্টি হাসি ঠোঁটের কোণ থেকে মিস হতে দিলেন না। নজর কাড়ল তাঁর তসরের ব্লক প্রিন্টেড দোপাট্টা। দেখুন সেই ভিডিয়ো।