Smart Classroom Sundarban : সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের স্কুলেও স্মার্ট ক্লাস, বিশেষভাবে সক্ষম হয়েও স্বপ্নপূরণ ‘অর্ণব স্যার’-এর – smart class initiatives in a school at sundarban by a physically challenged teacher


ক্লাসে পড়াশোনা হচ্ছে অডিও ভিস্যুয়াল পদ্ধতি। জায়ান্ট স্ক্রিনে পাঠ বোঝাচ্ছেন শিক্ষক। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এহেন স্কুলের চিত্র দেখলে চমকে যাওয়াটাই স্বাভাবিক! সেরকমটাই করে দেখালেন শিক্ষক অর্ণব কুমার হালদার। নিজ উদ্যোগে প্রত্যন্ত সুন্দরবন এলাকার নিম্ন বুনিয়াদি বিদ্যালয় চালু করলেন স্মার্ট ক্লাস অর্ণব কুমার হালদার। সুন্দরবনের গ্রামীণ এলাকার নিম্ন বুনিয়াদী স্কুলে চালু করলেন স্মার্ট ক্লাস। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় ‘অর্ণব স্যার’কে নিয়ে খুশি পড়ুয়ারাও।

Sundarban Ferry Service : সুন্দরবনে ইলেকট্রিক ভেসেলের যাত্রা শুরু! খরচ অনেক কম, আর কী কী সুবিধা?
কী জানা যাচ্ছে?

ইচ্ছে থাকলেই উপায় হয় কথাটা সত্যি। ১০০ শতাংশ বিশেষভাবে সক্ষম হয়েও স্কুলকে ভালোবেসে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করলেন স্মার্ট ক্লাস। অর্ণব কুমার হালদার রায়দিঘি বিধানসভার চাপলা নিম্ন বুনিয়াদী স্কুলের সহকারী শিক্ষক। ১০০ শতাংশ প্রতিবন্ধী তিনি। ছোট থেকে এই স্কুলেই পড়াশোনা করেছেন। ইচ্ছে ছিল, পড়াশোনা শিখে শিক্ষকতা করবেন। পাশাপাশি স্কুলের জন্য কিছু করে দেখাবেন। আর তার সেই স্বপ্নপূরণ হল আজ।

Sundarban Waterways : ৩০ কোটি টাকা ব্যয়ে সুন্দরবনে তৈরি হচ্ছে ৪ ভাসমান জেটি, কবে কাজ শুরু?
এসেছে অনেক বাধা

তবে এর মাঝে ছিল একাধিক প্রতিবন্ধকতা। 2017 সালে চাকরি শুরুর প্রথমে এলাকারই এক স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করলেও তাঁর শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ। তারপরেই ২০২২ সালে নিজেই ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছেন সেই চাপলা নিম্ন বুনিয়াদি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। ১০০% প্রতিবন্ধী হয়েও হুইল চেয়ারে করে প্রত্যেক দিনই স্কুলে আসেন। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ‘অর্ণব স্যার’।

শুরু স্মার্ট ক্লাস

আর তার নিজ উদ্যোগে আজ প্রত্যন্ত সুন্দরবন এলাকার চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শুরু হল স্মার্ট ক্লাস। যেখানে ছাত্র-ছাত্রীরা অডিও ভিস্যুয়াল মাধ্যমে পড়াশোনা করবে। বড় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তাঁদের সমস্ত কিছু শেখানো হবে। আর এমন উদ্যোগে খুশি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও।

Smart School : স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স সিস্টেম থেকে অডিও-ভিজ্যুয়াল ক্লাস, সুন্দরবনের প্রত্যন্ত স্কুলেও ডিজিটাল টাচ
কী জানালেন শিক্ষক?

শিক্ষক অর্ণব কুমার হালদার জানান, আমার এই স্কুলের জন্য কিছু করার ইচ্ছা ছিল। আমি বিশেষভাবে সক্ষম একজন শিক্ষক, হুইলচেয়ার ছাড়া চলতে পারি না। কিন্তু এই ছেলেমেয়েগুলোর পড়াশোনার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। তাই এইরকম ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের জন্য আরও কিছু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সব খবর প্রতি মুহূর্তে চান? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *