Durga Puja 2023 : নারী জীবনের কথা…! ডানকুনি মিলন সংঘের থিম ‘দুগ্গা থেকে দুর্গা’ – hooghly dankuni milan sangha durga puja 2023 theme in based on women life


আর দেরি নেই, চলে এসেছে দুর্গা পুজো। গোটা বাংলাজুড়ে চলছে আয়োজন। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছে পুজোর ব্যাপক আয়োজন। প্রতি বছরের মত এবারেও মহাসমারোহের উদযাপিত হচ্ছে মিলন সংঘ ডানকুনির দুর্গোৎসব। মিলন সংঘ ডানকুনির এই বছরের থিম ‘দুগ্গা থেকে দুর্গা’। শিল্পী আশিস ভৌমিকের ভাবনায় নির্মিত হচ্ছে গোটা পুজা মণ্ডপটি। থিম তথা ভাবনার মূল বিষয় হল সমস্ত ধর্ম, বর্ণ ও জাতির মেয়েদের শৈশব থেকে বার্ধক্যের যাত্রাপথ।

কেন এই ভাবনা?

আয়োজকদের মতে, বর্তমানে মুখে নারী স্বাধীনতার কথা বলা হলেও সমাজের প্রত্যেকস্তরের মেয়েরাই বিভিন্ন প্রাতিষ্ঠানিক শক্তির শিকলে বাধা পড়ে যান। জন্মের পর থেকে অনেক সময়ই পুরুষতান্ত্রিক ক্ষমতার নাগপাশে বন্দি থাকেন মেয়েরা। তাই সেটাই জায়গা পাচ্ছে মিলন সংঘ ডানকুনির ২০২৩-এর দুর্গোৎসবের থিম ভাবনায়। কোনও বিশেষ শ্রেণী ,বর্ণ , জাতি বা ধর্ম নয়, সমাজের সকল মেয়েরাই যে পুরুষতান্ত্রিক ক্ষমতার শিকলে বন্দি, সেটিই তুলে ধরা হচ্ছে এবারের থিম ভাবনায়। তবে পুরুষতান্ত্রিকতার জগদ্দল পাথরের সঙ্গে লড়াই করে শিকলে আবদ্ধ মেয়েরা যে প্রতিনিয়ত মুক্তির পতাকাও ওড়াচ্ছেন, সেটিও স্থান পেয়েছে ভাবনায়।

Durga Puja 2023: কোচবিহার রাজবাড়ির পুজো ঘিরে একাধিক উপকাহিনি, লাল বর্ণা দুর্গা আরাধনায় আজও লাগে নররক্ত
মণ্ডপ কেমন হচ্ছে?
গোটা মণ্ডপটি ১২০০ বর্গফুট জায়গা জুড়ে নির্মিত হচ্ছে। মণ্ডপটি দু’টি অংশে বিভক্ত, সামনের অংশে রয়েছে ৩০ ফুট উচ্চতার দেবী দুর্গার মুখের অবয়ব এবং পিছনের অংশে রয়েছে ৯০ ফুট উচ্চতার দেবী দুর্গার মুকুট সজ্জা। সেই মুকুট সজ্জার গায়েই রয়েছে ছোট বড় বিভিন্ন আকৃতির নারী মূর্তি। মূল মণ্ডপের অন্দরমহলটি নির্মিত হচ্ছে মাতৃ গর্ভের আদলে। মাতৃ গর্ভের যে শক্তি, যে মাহাত্ম্য সেটিও তুলে ধরা হচ্ছে ভাবনায়। দীর্ঘ ৬ মাস ধরে ৪৫ জন কারিগর টানা কাজ করে মণ্ডপটির রূপদান করেছেন। গোটা মণ্ডপটি নির্মিত হচ্ছে পরিত্যক্ত কাগজ , পরিত্যক্ত কাপড় , প্লাস্টার অফ প্যারিস, বাঁশ, কাঠ-সহ বিভিন্ন উপাদানে। পুজো কমিটির সদস্যরা দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অগ্নি নির্বাপক যন্ত্র-সহ জরুরি ভিত্তিক চিকিৎসার ব্যবস্থাও রাখছেন।

Biswa Bangla Sharad Samman 2023 : আর মাত্র ২ দিন, রাজ্য সরকারের শারদ সম্মানে আবেদন করবেন কী ভাবে? জানুন…
উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
পুজো কমিটির অন্যতম সদস্য অধ্যাপক প্রিয়ঙ্কর দাস বলেন, ‘আগামী ১৭ অক্টোবর তৃতীয়ার দিন মণ্ডপের শুভ উদ্বোধন হবে। ভার্চুয়ালি এই উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওঁর কাছে কৃতজ্ঞ। এছাড়াও পুজোর দিনগুলিতে সাংসদ, মন্ত্রী, বিধায়ক, আমলা, বিশিষ্ট অধ্যাপক-সহ প্রাক্তন জাতীয় ফুটবলাররাও উপস্থিত থাকবেন।

হুগলি জেলার পুজোর আরও খবর জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। তার জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *