ED Raid: নিউটাউনের অভিষেকের বাড়িতে এখনও জারি ED তল্লাশি, যুবকের পরিচয় জানেন? – ed continuing search operation at rajarhat abhishek biswas house more than 30 hrs here is the person profile


Abhishek Biswas News: ঝাঁ চকচকে কোন প্রসাদ নয়, সাদা মাটা এক দোতলা বাড়ি। শ্যাওলা ভরা দাওয়া। কোঅর্ডিনেটেড রঙ নয়, বাড়ির দরজা রাঙানো সবুজ নীল রঙে। এই বাড়ির ভিতরেই গত ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে যেন দক্ষযজ্ঞ। গত এক দিন ধরে এই বাড়িতেই থানা দিয়েছে ইডি।

রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি। গত কয়েকদিনে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী সহ পুর প্রধানদের বাড়িতে ১২ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত ED তল্লাশি অভিযানের নজির দেখা গিয়েছে। তবে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইডি-এর এমন ম্যারাথন তল্লাশির নজির বহুদিন বাংলা দেখেনি। রাজারহাটের এক বাসিন্দার বাড়ি ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ যাবৎকালে এত সময় ধরে ইডির তল্লাশি অভিযান সাম্প্রতিক দেখা যায়নি, বুধবার থেকে একটানা চলছে ইডির ম্যারাথন তল্লাশি।

ED Raid West Bengal: ২৪ ঘণ্টা পার, নিউ টাউনে অভিষেকের বাড়িতে এখনও ইডি তল্লাশি অব্যাহত

কৈখালীর বাকিবুর রহমান এর বাড়ি সহ তার ঘনিষ্ঠ রাজারহাটে অভিষেক বিশ্বাসের বাড়িতে বুধবার ভোর থেকে চলছে ম্যারাথন তল্লাশি। বাগুইআটি থানার অন্তর্গত রাজারহাট দশদ্রোণ শলুয়া এলাকায় অভিষেক বিশ্বাসের বাড়িতে ৩৩ ঘণ্টা পার করে এখনও চলছে তল্লাশি। সূত্রের খবর, রেশন দুর্নীতি যোগেই এই ইডি হানা।

কে এই অভিষেক বিশ্বাস?

রাজ্য জুড়ে নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি তল্লাশির মাঝে প্রশ্ন উঠছে কে এই অভিষেক বিশ্বাস? যার বাড়িতে এমন ম্যারাথন তল্লাশি। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মধ্য তিরিশের এই যুবক রাইস মিল মালিক ও হোটেল ব্যবসায়ী বাকিবুর রহমানের ঘনিষ্ঠ। তাঁর হোটেলসহ একাধিক ব্যবসার ম্যানেজার হিসেবে কাজ করতেন অভিষেক বলে খবর। বাকিবুর রহমানের নাম জড়িয়েছে রেশন দুর্নীতিতে।

ED Raid: বুধের সকাল থেকে সক্রিয় ইডি, নিউ টাউন-রাজারহাটের একাধিক জায়গায় তল্লাশি গোয়েন্দাদের
রাজারহাটে ২টি বাড়ির মালিক এই অভিষেক বিশ্বাস। একটিতে থাকেন তিনি ও তাঁর মা। অপরটি ভাড়া দেওয়া। অভিষেকে বাসস্থান বাগুইআটি থানার রাজারহাট দশদ্রোন শলুয়া এলাকার বাড়িতেই হানা দিয়েছে ইডি।

অভিষেকের মায়ের বয়ান

ইডি হানায় আতঙ্কিত অভিষেক বিশ্বাসের মা সাগরিকা বিশ্বাস। তাঁর দাবি, ছেলে আগে খাদ্য ভবনে কাজ করত, এখন বন বিভাগে চাকরি করে। ব্যবসায়ী বাকিবুর রহমানকে চেনার কথা স্বীকার করলেও এর থেকে বেশি তিনি আর কিছুই বলতে পারেননি।

Lottery Sambad Today: বৃহস্পতিতেও সক্রিয় ইডি, তৃণমূল নেতাদের লটারি জয়ের অনুসন্ধানে টিকিট ছাপাখানায় অভিযান

কী কী বাজেয়াপ্ত?

জানা গিয়েছ, অভিষেকের বাড়িতে তল্লাশির সঙ্গে তাঁকে একটানা জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সূত্রের খবর, তাঁর বাড়ির স্নানের বালতি, রান্নাঘরের প্রেসার কুকারের মধ্যে থেকে কমপক্ষে পাঁচটি হাই মডেলের আই ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। তবে এত ঘণ্টার ইডি তল্লাশিতে সামনে আসতে চলেছে আর কোন চাঞ্চল্যকর সূত্র ও তথ্য, সেই দিকে নজর রাজ্য রাজনীতির।

রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *