Israel Palestine War : ‘২৫ কিমি দূরেই প্রচুর ক্ষয়ক্ষতি…’, ইজরায়েল ফেরত ভয়ঙ্কর অভিজ্ঞতা বনগাঁর পড়ুয়ার – bongaon student came back home safely from israel palestine war affected area


‘অনেকবার সাইরেন শুনেছি। বোম পড়তে পারে তার সতর্কবার্তা দেওয়ার জন্যেই সাইরেন বাজানো হয়েছিল। তেল আভিব থেকে ২০-২৫ কিমি দূরে ছিলাম আমি। বোমার আওয়াজ শুনিনি। তবে শুনেছি, তেল আভিবের ওখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে’ – যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বনগাঁর ছাত্র সাত্যকি কুণ্ডু।

পড়াশোনা করতে গিয়ে বিপদ! যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে বনগাঁর তরুণ
কী জানা গেল?

গত ১১ মার্চ বনগাঁর শক্তিগড়ের যুবক সাত্যকি কুণ্ডু ওয়েইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে পদার্থ বিদ্যায় পোস্ট ডক্টরেট করতে ইজরায়েলে পাড়ি দেন। ৭ তারিখ থেকে ইজরাইলে যুদ্ধ বিধ্বস্ত অবস্থার কথা জানতে পেরে দুশ্চিন্তায় ছিল পরিবার । চলতি মাসের অক্টোবরের ৯ তারিখ বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সেদিন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে অন্য বিমান ধরে বুধবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ফিরেছে সাত্যকি। বাড়ি ফিরতে ফিরতে দুপুরে ২টো। ছেলেকে কাছে পেয়ে খুশি তাঁর পরিবারের সকলে।

পণবন্দি শিশুদের মুণ্ডুচ্ছেদ! পৈশাচিক হামাসকে জম্বি-র সঙ্গে তুলনা ইজরায়েলের
কী জানাল সাত্যকি?

সাত্যকি জানান, এখনও অনেক ভারতীয় ওখানে রয়েছেন। কাজের স্বার্থেই তাঁদেরকে ওখানে থাকতে হচ্ছে। তাঁরা প্রত্যেকেই কাজে ব্যস্ত রয়েছেন। সাত্যকি বলেন, ‘অনেকে চাইলে আসতে পারবেন। তবে তাঁরা ওখানে কাজের মধ্যে আটকে রয়েছেন। কাজ চালিয়ে নিয়ে যেতে হবে, সেই কারণেই তাঁরা হয়তো আসতে পারছেন না।’ তবে তাঁর ইনস্টিটিউট থেকে ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্যে অনেক সাহায্য করা হয়েছে বলে জানায় সাত্যকি।

Israel Hamas War : যুদ্ধের নারকীয় চিত্র! ইজরায়েল সীমান্তে পড়ে ৪০ শিশুর মুণ্ডুহীন লাশ
আবার ইজরায়েলে ফিরবেন সাত্যকি?

বনগাঁর পড়ুয়া জানান, নিশ্চয়ই পরিস্থিতি আবার স্বাভাবিক হলে আমাকে ফিরতে হবে। আমার কিছু করার নেই। আমি যে পোস্টে আছি, সেটা এদেশে খুব অল্প জায়গায় আছে। পোস্ট ডক্টরেট তিন চার বছর করার পড়ে একজন ফ্যাকাল্টি হওয়ার যোগ্য হয়। সেখানেও অনেক প্রতিযোগিতা আছে। আমার মতো অনেককেই সেখানে কাজ করতে হবে বাধ্য হয়ে।

Israel Gaza War : আঁধারে ডোবা গাজায় কি আরও বড় স্ট্রাইক
সাত্যকির বাড়িতে বনগাঁ পুরপ্রধান

বুধবার রাতে সাত্যকির বাড়িতে যান পুরসভার প্রতিনিধি দল। সেখানে সাত্যকিকে সম্বর্ধিত করেন বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ। উপহার হিসেবে তুলে দেওয়ার হয় বাংলাদেশের পদ্মা ইলিশ সহ সন্দেশ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, ছেলেটি ওখানে পড়াশোনার জন্য গিয়েছিল। দুর্গা পুজোর সময় বাড়ি ফিরে আসত। তবে তার আগে ওখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পরিবারের লোকজন ওঁর ফেরা নিয়ে চিন্তায় ছিল। তবে ও নিশ্চিন্তে ফিরে আসায় আমরা সকলে খুশি। সেই কারণে আজকে সবাই এঁদের বাড়িতে এলাম।

এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, চোখ রাখুন খবরের আপডেট জানতে। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *