কোন কোন প্যান্ডেলের আজ উদ্বোধন?
উৎসব মুখর বাঙালিকে সামলাতে ইতিমধ্যেই তৈরি ট্রাফিক পুলিশের রুট ম্যাপ। শহরের মূল রাস্তার পাশে তৈরি ব্যারিকেড। পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউনের মাঝে প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে লেকটাউন শ্রীভূমির পুজো দিয়ে শুরু করবেন এবছরের পুজো উদ্বোধন। শেষ মুহূর্তের কিছু টাচআপ বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এদিন থেকেই ঠাকুর দেখতে ভিড় জমাবে উৎসাহী জনতা। তাই বিকেলের দিকে লেকটাউন অঞ্চলে জনতার ভিড়ে যাতে ট্রাফিকে কোনও চাপ না পড়ে তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। শ্রীভূমি ছাড়াও হাতিবাগান সার্বজনীন, আহিরীটোলা সহ উত্তর কলকাতার ছয়টি স্টার পুজোর। ফলে পুজো উদ্বোধনের পর আগেভাগে ঠাকুর দেখতে অত্যুৎসাহী দর্শকের ভিড় এদিন রাস্তায় নামবে তা বলাই বাহুল্য।
কোন কোন রাস্তায় বাড়বে ট্রাফিকের চাপ?
হাতিবাগান, নিউমার্কেট, গড়িয়াহাট অঞ্চলে বিকেলের পর বাড়ছে ট্রাফিকের চাপ। শেষবেলায় মন্টি পিসির শাড়ি থেকে অষ্টমীর রাতের ম্যাচিং গয়না কেনা ভিড়কে সামলাতে গড়িয়াহাটে দড়ি ফেলে রাস্তা পার করানো হচ্ছে যাতে ট্রাফিক সচল থাকে। নিউ মার্কেট, হাতিবাগানেও ভিড়ের চাপ প্রবল। সন্ধের পর ফুটপাট শপিংয়ে ব্যস্ত ভিড় যাতে মেন রোডে ট্রাফিকে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকেও নজর রয়েছে ট্রাফিকের। তবে বিকেলের পর ওই অঞ্চলে গাড়ির গতি স্বাভাবিক ভাবেই থাকছে শ্লথ।
পুজো প্রেমী উৎসাহী জনতার সঙ্গে প্রতিদিনের মতো বৃহস্পতিবারেও কর্মস্থলে পৌঁছনোর তাড়ায় কর্মব্যস্ত মানুষেরাও বেরবেন রাস্তায়। তাদের জন্য কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে শহরের ট্রাফিক একদম স্বাভাবিক। কোথাও কোনও যানজট বা দুর্ঘটনার খবর এই মুহূর্তে নেই। কিন্তু এদিনই শহরের রাস্তায় একটি জমায়েত কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক কন্ট্রোল।
কোথায় মিছিল?
এদিন বেলা ১০ টা নাগাদ একটি বিশেষ সংগঠনের জমায়েত রয়েছে রানি রাসমনি রোডে। সেই কারণে বন্ধ থাকতে পারে রাস্তার একাংশ। এখানে পৌঁছতে বিভিন্ন সময় হাওড়া ও শিয়ালদা থেকে দফায় দফায় মানুষ মিছিল করে সেখানে আসবেন। ফলে হাওড়া থেকে আর আর অ্যাভিনিউ ও শিয়ালদা টু আর আর অ্যাভিনিউ রুটে ট্রাফিকে প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি মতো বিকল্প ব্যবস্থাও থাকছে বলে আশ্বস্ত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
শহরের রাস্তার যে কোনও আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A