Lottery Sambad Today: বৃহস্পতিতেও সক্রিয় ইডি, তৃণমূল নেতাদের লটারি জয়ের অনুসন্ধানে টিকিট ছাপাখানায় অভিযান – enforcement directorate raid at lottery ticket printing press at uttar 24 pargana


TMC Leader Lotter Win: নিয়োগ দুর্নীতি থেকে পুর নিয়োগ, রেশন থেকে লটারি টাকা তছরূপ, একাধিক দুর্নীতি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। গত দু সপ্তাহ ধরে লাগাতার প্রায় প্রতিদিনই রাজ্যের কোণায় কোণায় অভিযান চালাচ্ছে ইডি। কখনও পুর দুর্নীতিতে মন্ত্রীর বাড়ি হানা তো নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ। বুধবার দিনভর জেলায় জেলায় রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চালানোর পর এদিন ফের সকাল থেকে সক্রিয় ইডি।

লটারির টিকিট ছাপাখানায় হানা

বৃহস্পতিবার সকালে ইডির নিশানায় একের পর এক তৃণমূল নেতাদের লটারি জয়। দুর্নীতি সন্দেহে লটারি ছাপাখানায় হানা। জানা গিয়েছে, এবার মধ‍্যমগ্রামের সুকান্ত নগরে একটি লটারি ছাপাখানায় ইডির হানাদারি। ছয়টি গাড়ি নিয়ে দশ-বারো জনের একটি দল কারখানার গেটের ভিতর ঢুকে যায়। কারখানার গেট বন্ধ করে চলছে তল্লাশি।

ED Raid: বুধের সকাল থেকে সক্রিয় ইডি, নিউ টাউন-রাজারহাটের একাধিক জায়গায় তল্লাশি গোয়েন্দাদের

কেন এই অভিযান?

সূত্রের খবর, একাধিক তৃণমূল নেতার অ‍্যাকাউন্টে লটারির টাকা ঢুকেছে। কারও কারও অ‍্যাকাউন্টে বেশ কয়েকবার একটি নির্দিষ্ট কোম্পানির লটারির প্রথম পুরস্কারের কোটি কোটি টাকা জমা হয়েছে। ইডির সন্দেহ, লটারির সঙ্গে এই কারখানায় ছাপা লটারির যোগসূত্র আছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ইডি অফিসাররা ভিতরে তল্লাশি চালাচ্ছে বলে খবর।

ED Raid West Bengal: ২৪ ঘণ্টা পার, নিউ টাউনে অভিষেকের বাড়িতে এখনও ইডি তল্লাশি অব্যাহত

লটারি জয় নিয়ে সন্দেহ…

উল্লেখ্য, বিরোধীরা বহুদিন ধরেই একের পর এক তৃণমূল নেতাদের লটারি জেতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের অভিযোগ ছিল, কালো টাকা সাদা করতেই লটারি সংস্থার সঙ্গে বোঝা পড়া। লটারি জয়ের বিষয়টি আরও লাইম লাইটে আসে গোরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে। গোরু পাচার মামলা ও অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত সম্পত্তির উৎস সন্ধানে কেন্দ্রীয় সংস্থার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধু অনুব্রত মণ্ডল নন, একাধিক বার লটারি জিতেছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তও করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। CBI-এর দাবি ছিল, কেষ্ট কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনবার লটারির টাকা ঢুকেছে। কেষ্ট মণ্ডলের নামে দুবার লটারি জেতার খবরও বেরোয়। তাদের সন্দেহ ছিল এর সঙ্গে গোরু পাচারের বেআইনি টাকার যোগ রয়েছে।

দুর্নীতি থেকে পুরস্কার বিজয়, যেকোনও গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *