বাংলার জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাইয়ের মুখ্য চরিত্রে অভিনয় করা ঋত্বিক মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। তাঁর সাথে অভিনেত্রী শ্রীতমা মিত্রের নাম জড়িয়েছে বলে সমাজ মাধ্যমে গুঞ্জন শোনা যায়। এবারে সেই নিয়ে দুজনেই খোলাখুলি সেই নিয়ে মন্তব্য করলেন। মন দিতে চাইয়ের দুই অভিনেতার প্রেম ও ব্রেক আপ নিয়ে চরম চর্চা হল আজকের আড্ডায়। অবশেষে ক্যামেরার সামনে মুখ খুললেন ঋত্বিক-শ্রীতমা (Writwik Mukherjee Interview)। তাঁদের নিয়ে নানা রটনায় সমস্যা হচ্ছে পরিবারে? সব জল্পনায় জল ঢাললেন দুই অভিনেতা। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিয়ো। বিনোদন সংক্রান্ত সমস্ত রকম ভিডিয়ো তা সে বড় পর্দা কিংবা ছোট পর্দার হোক, সব ধরনের ভিডিয়ো সবার আগে জানতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.