West Bengal Constable Recruitment : পুজোর আগেই বিরাট সুখবর! শীঘ্রই ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ রাজ্যে – west bengal government to recruit 12 thousand police constable as decided in cabinet meeting


একুশে রাজ্যের মসনদে বসার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, কর্মসংস্থান সরকারের অন্যতম লক্ষ্য হতে চলেছে। পাশাপাশি অবিলম্বে শূন্যপদগুলিতে নিয়োগের কথাও বলেছিলেন তিনি। এবার সেই লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। পুজোর আগেই বিপুল নিয়োগের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হল।

বৃহস্পতিবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটের অফিসে বসেছিল বৈঠক। এদিনের মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে।

রাজ্যে কত কনস্টেবল নিয়োগ?
পুজোর আগে মন্ত্রীসভার বৈঠকের এই সিদ্ধান্তে কার্যত খুশির হাওয়া বইছে। জানা যাচ্ছে, এই ১২ হাজার কনস্টেবলের মধ্যে ৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে। অর্থাৎ বড় সরকারি চাকরির সুযোগ এসেছে নতুন প্রজন্মের জন্য তা বলাই যায়।

Teacher Recruitment : পুজোর আগেই নিয়োগ, ১৯১২ জনকে দেওয়া হল প্রধান শিক্ষকের নিয়োগপত্র
কত শূন্যপদ?
রাজ্যের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে যা যা শূন্যপদ রয়েছে সেগুলি অবিলম্বে পূরণ করা হবে, কিছুদিন আগে এমনই বার্তা দেওয়া হয়েছিল নবান্নের পক্ষ থেকে। এরই মধ্যে রাজ্যের মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ পুলিশে সেপ্টেম্বর মাস পর্যন্ত কনস্টেবল পদের জন্য শূন্যপদ ছিল ৩৫০০০।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক…
বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, যা কার্যত নজিরবিহীন। আপাতত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকেই যাবতীয় প্রশাসনিক কাজকর্মের তত্ত্বাবধান করছেন তিনি। জানা গিয়েছে, পুজোর আগে নিয়ম মোতাবেক এই দিনের ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছিল।

জানা গিয়েছে, পুজোর সময় যাতে প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাক চলে, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে এদিনের বৈঠকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee : মমতার কালীঘাটের বাড়ি লিখল নয়া ইতিহাস
রাজ্যে নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা…
রাজ্যে যাতে কর্মসংস্থান তৈরি হয়, তা সরকারের অন্যতম প্রাথমিকতা, এই বার্তা বিভিন্ন মঞ্চ থেকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি স্পেনে গিয়েছিলেন বিনিয়োগ আনার জন্য। স্পেনে গিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শালবনীতে তিনি একটি নতুন ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন। এই কারখানা তৈরি হলে বহু মানুষ কাজ পাবে বলে মনে করা হচ্ছে।

বিরোধীদের সমালোচনা…
যদিও রাজ্য সরকারের বিরুদ্ধে এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন বিরোধীরা। বাম এবং BJP-র দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে।

কলকাতা থেকে হাওড়া, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি রাজ্যের সব খবর পেতে ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *