জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৫ অক্টোবর বিশ্বকাপের (World Cup 2023) পর্দা উঠেছিল। তবে সেদিন কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছিল প্রথম খেলা! তা দেখে ফ্যানরা বেজায় চটেছিলেন। কাপযুদ্ধের জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বলে, নেটিজেনরা সোশ্য়াল মিডিয়া সরগরম করেছিলেন। তবে বিসিসিআই (BCCI) অন্য়কিছু ভেবে রেখেছিল। বিলম্বিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে। রাত পোহালেই চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ‘মাদার অফ অল ব্যাটল’ (IND vs PAK ,World Cup 2023)। শনিবার অর্থাৎ আগামিকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণ (Narendra Modi Stadium, Ahmedabad)। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম রোহিত শর্মা বনাম বাবর আজমদের খেলা দেখতে হাজির থাকবেন এক লক্ষ দর্শক। বড় ম্য়াচের আগেই বিসিসিআইয়ের বিশেষ নিবেদন ‘আ মিউজিক্যাল ওডিসি’। এই প্রতিবেদনে দেখে নিন, মহাযুদ্ধে মঞ্চ মাতাবেন কারা।
কোথায় হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে?
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
কবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে?
১৪ অক্টোবর, শনিবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
কখন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে?
শোনা যাচ্ছে দুপুর সাড়ে বারোটায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারিতে কারা থাকছেন?
আপাতত যা খবর, তাতে করে জানা যাচ্ছে গ্যালারিতে থাকছেন ভারতীয় সিনেমার দুই মহানক্ষত্র-অমিতাভ বচ্চন ও রজনীকান্ত। এই দুই হেভিওয়েটকেই বিসিসিআই দিয়েছে গোল্ডেন টিকিট। থাকছেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর। যিনি এই বিশ্বকাপে আইসিসি-র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা?
বিসিসিআই আশা ভোঁশলে, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, রণবীর সিং ও তামান্না ভাটিয়াদের নিয়ে নাচে-গানে জমজমাট অনুষ্ঠান করবে বলেই ভেবে রেখেছিল। তবে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায়া, ‘আ মিউজিক্যাল ওডিসি’-তে অরিজিৎ সিং, সুখবিন্দর সিং ও শঙ্কর মহাদেবনের মুখই রেখেছে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান টিভি-তে কোথায় দেখা যাবে?
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টিভি-তে সম্প্রচার করবে SS1(HD+HD), SS1 Hindi(SD+HD), SS1 Tamil, SS1 Telugu, SS1 Kannada, SS2(HD+SD)।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে?
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে দেখাবে Disney+ Hotstar